Jaldapara News: জলদাপাড়া ভেঙেছে রাস্তা, শিসামারা নদী ভয়ঙ্কর রূপ, কুনকি হাতির পিঠে চড়ে এলাকা ছাড়ছেন পর্যটকরা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
হলং নদীর জলে বিপর্যস্ত জলদাপাড়া। অন্যদিকে শিসামারা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।যারফলে বিপন্ন জলদাপাড়ার বন্যপ্রাণীরা। তবে বিপর্যস্ত জলদাপাড়ার পর্যটকদের সরিয়ে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন।
advertisement
1/5

মাদারিহাট, অনন্যা দে: হলং নদীর জলে বিপর্যস্ত জলদাপাড়া। অন্যদিকে শিসামারা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।যারফলে বিপন্ন জলদাপাড়ার বন্যপ্রাণীরা। তবে বিপর্যস্ত জলদাপাড়ার পর্যটকদের সরিয়ে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন।
advertisement
2/5
জলদাপাড়ার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত।জলদাপাড়া টুরিস্ট লজের পরিস্থিতি এর মধ্যে সবচাইতে খারাপ। সেখানে আটকে রয়েছে পর্যটকরা।তাঁদের উদ্ধারের জন্য বন দফতরের তরফে ব্যবহার করা হচ্ছে কুনকি হাতি।
advertisement
3/5
জলদাপাড়ার টুরিস্ট লজ যাওয়ার রাস্তা ভেঙে পড়েছে।সেখানে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে।পর্যটকদের পক্ষে হলং নদী পার করে প্রধান রাস্তায় আসা সম্ভব হচ্ছে না।যারফলে তাঁদের উদ্ধার করতে নামানো হয়েছে দুটি কুনকি হাতি।
advertisement
4/5
জঙ্গলের রাস্তা ধরে ওই দুই কুনকি হাতি পর্যটকদের উদ্ধার করছে। পর্যটকদের যাতে হাতিতে চড়তে কোনও রকম অসুবিধা না হয় তার জন্য বনকর্মীরা রয়েছেন।
advertisement
5/5
ছয়জন পর্যটক উদ্ধার হয়েছেন। কুনকি হাতিদের রাখা হয়েছে। বাকি পর্যটকদের আনা হবে একই ভাবে।জলদাপাড়া বনবিভাগ উদ্ধারকাজে তৎপর ভূমিকা পালন করছে বলে পর্যটকরা জানাচ্ছেন।