North Bengal Latest Weather Update: মনোরম পরিবেশ না ফের ঝেঁপে বৃষ্টি! বিপর্যস্ত উত্তরবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া? এসে গেল লেটেস্ট আপডেট
- Published by:Madhab Das
- local18
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
বিধ্বস্ত উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, ফের ঝেঁপে বৃষ্টি না রোদ ঝলমলে আকাশ। এই নিয়েই এবার লেটেস্ট আপডেট দিল আবহাওয়া দফতর।
advertisement
1/5

দিন কয়েক আগে মুষলধারে বৃষ্টিতে যেভাবে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল উত্তরবঙ্গকে, তাতে উত্তরবঙ্গ নিয়ে আশঙ্কায় ছিলেন অনেকেই। যদিও বৃষ্টি কমতেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ধীরে ধীরে ক্ষত পূরণের প্রচেষ্টা চলছে। আর এমন পরিস্থিতিতেই অনেকের মধ্যেই প্রশ্ন বিধ্বস্ত উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, ফের ঝেঁপে বৃষ্টি না রোদ ঝলমলে আকাশ। এই নিয়েই এবার লেটেস্ট আপডেট দিল আবহাওয়া দফতর।
advertisement
2/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার শিলিগুড়ির আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে দিনের দেখা মিলবে।
advertisement
3/5
দার্জিলিং এর আকাশ কুয়াশাচ্ছন্ন, মেঘে ঢাকা থাকলেও মনোরম পরিবেশ বজায় থাকবে। দার্জিলিং এর এমন আবহাওয়া পর্যটকদের কাছে সুখবর এনে দিয়েছে। দার্জিলিং এর পাশাপাশি কালিম্পঙ্গেও আকাশ মেঘলা, কুয়াশাচ্ছন্ন, তবে হালকা রোদের দেখা মিলবে।
advertisement
4/5
অন্যদিকে জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহের আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
advertisement
5/5
দক্ষিণ দিনাজপুরের আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গের কোনও জেলাতেই শুক্রবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দফতর। কোনও কোনও জেলার আকাশ আংশিক মেঘে ঢাকা থাকলেও অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে।