North Bengal Heavy Rain: টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা-জলঢাকা, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা! ভয়াবহ পরিস্থিতি সিকিমেও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
North Bengal Heavy Rain: লাগাতার বৃষ্টির জেরে একাধিক এলাকায় হিমালয় পাহাড় থেকে ধস নেমেছে। এদিকে ফুঁসে ওঠা তিস্তা নদীর জলে ভেসে গিয়েছে রাস্তা।
advertisement
1/7

উত্তরবঙ্গে বর্ষা নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে। আর তারপর থেকে লাগাতার বৃষ্টির জেরে একাধিক এলাকায় হিমালয় পাহাড় থেকে ধস নেমেছে। এদিকে ফুঁসে ওঠা তিস্তা নদীর জলে ভেসে গিয়েছে রাস্তা।
advertisement
2/7
ভয়াবহ পরিস্থিতি সামলাতে মেরামতের জন্য প্রশাসন উঠেপড়ে লেগেছে। শুক্রবার তিস্তার জলস্তর অনেকটাই নেমেছে। বাংলা-সিকিম লাইফলাইন খোলা রয়েছে। তবে বাস-সহ ভারী যানবাহন চলছে ঘুরপথে।
advertisement
3/7
জলপাইগুড়িতে তিস্তা নদীর জলস্তর সামান্য নামলেও চিন্তা বাড়াচ্ছে জলঢাকা নদী। সকালে জলঢাকার অসংরক্ষিত এবং সংরক্ষিত দুই এলাকাতেই হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর।
advertisement
4/7
সমতলের পাশাপাশি ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে বেড়েই চলেছে জলঢাকা নদীর জল। সকালে নদীর সংরক্ষিত, অসংরক্ষিত দুই এলাকাতেই সতর্কতা জারি করা হয়।
advertisement
5/7
নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ প্রশাসনের। বিপর্যয় বাড়ছে সিকিমেও।
advertisement
6/7
গত সোমবার প্রবল বৃষ্টিতে ধস নেমে দক্ষিণ সিকিমের ইয়ানগাংয়ের মাজুয়া বস্তির তিনজন মারা যান।
advertisement
7/7
বৃহস্পতিবার মঙ্গন এলাকায় হড়পা বানে ৬ জন ভেসে যাওয়ার খবর মিলছে। কাউকেই এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।