North Bengal Floods: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ! দুর্যোগে বিধ্বস্ত পাহাড়ে মৃতের সংখ্যা বেড়ে ২০, চালু হেল্পলাইন নম্বর
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
North Bengal Floods: অবিরাম বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং ও মিরিকে ধসে ২০ জনের বেশি মৃত্যু। দুধিয়ার লোহার সেতু ভেঙে দার্জিলিং-মিরিক সড়ক বিচ্ছিন্ন। আটকে পড়া পর্যটকদের জন্য চালু হয়েছে এনবিএসটিসি-র ফ্রি নাইট সার্ভিস ও কন্ট্রোল রুম হেল্পলাইন
advertisement
1/6

দার্জিলিং: অবিরাম বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। তিস্তা, তোর্ষা, জলঢাকা, বালাসন, রায়ডাক ও সংকোশ নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। দার্জিলিং, মিরিক, সুখিয়াপোখরি, দুধিয়া, নাগরাকাটা, বানারহাট ও রামসাই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাহাড়ের একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়ে পড়েছে দার্জিলিং ও সিকিমমুখী গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।
advertisement
2/6
দুধিয়ায় লোহার সেতু ভেঙে পড়ায় দার্জিলিং-মিরিক সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। শিলিগুড়ি থেকে পাহাড়ের সংযোগ কার্যত অচল। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, বিকল্প ব্যবস্থায় ইতিমধ্যেই শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে ৬টি বাস প্রস্তুত রাখা হয়েছে।
advertisement
3/6
এর পাশাপাশি, পরিবহন দপ্তরের তরফে আটকে পড়া পর্যটকদের জন্য বিনামূল্যে নাইট সার্ভিস চালু করছে এনবিএসটিসি (NBSTC)। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা ফেরার জন্য তিনটি বাস বুক করা হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত বাসও প্রস্তুত রাখা হবে।
advertisement
4/6
দার্জিলিং ও মিরিক মহকুমায় ভূমিধসে এখন পর্যন্ত ২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, এবং আরও অনেকে নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।প্রাথমিকভাবে মৃতদের মধ্যে রয়েছেন —১. উষা রাই (৭২), মিরিক পৌরসভা ওয়ার্ড নং ৩২. বিজেন্দ্র রাই (৭০), একই ওয়ার্ড৩. সাধনা তামাং (৩৫)৪. আহান ছেত্রী (৯), ওয়ার্ড নং ৯৫. রুহি তামাং (১১), ওয়ার্ড নং ১৬. স্নেহা প্রধন (১৯), সৌরেনি মেচিধাধ গ্রাম৭. অনুজ প্রধান (৪২), একই গ্রাম৮. অনিতা প্রধান (৪১)৯. আরুশি ছেত্রী (১২), সাউরেনি১০. ফুচুং দুক্পা (৫০), মিরিক বাস্তি১১. সুমিত লেপচা (৪৬), জসবির গ্রাম১২. মীনা সেওয়া (৬২), ছোটা কোঠি পুসসিম্বিং টি.ই.১৩. গ্যানচুক তামাং (২০), চ্যামং গাঁও১৪. মানেভঞ্জং এলাকায় অন্তত ৫ জনের মৃত্যু১৫. সুখিয়াপোখরি ব্লকের সিয়োক অঞ্চলে দুই অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার হয়েছে।এছাড়া একাধিক আহতকে মিরিক ও সুকিয়াপোখরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ পর্যটকের খোঁজে প্রশাসনের তল্লাশি চলছে।
advertisement
5/6
প্রশাসনের তরফে পর্যটক ও স্থানীয়দের জন্য ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু করা হয়েছে —রাজ্য দুর্যোগ দফতর: ১০৭০ / ৮৬৯৭৯৮১০৭০ / ২২১৪৩৫২৬ / ২২৫৩৫১৮৫দার্জিলিং পুলিশ কন্ট্রোল রুম : ৯১৪৭৮৮৯০৭৮পর্যটন দফতর, মেনাক (WBTDCL): ০৩৫৩-২৫১৩৯৮৬HHTDN হেল্পলাইন: +৯১ ৯১৪৪৪ ৩৩৩১০কলকাতা (বিবিডি বাগ): ১৮০০ ২১২ ১৬৫৫শিলিগুড়ি পুলিশ কন্ট্রোল রুম: ০৩৫৩-২৬৬২০১০ / ২৬৬২২১০মোবাইল: ৭৮৭২৭০৭৭৩৩ / ৭০০১৩১০১২৭ / ৯১৪৭৮৮৯৬০৭জেলা সদর দপ্তর (District HQ): ০৩৫৪-২২৫৫৭৪৯ / ৮২৯৩৮৩২২২৪এসডিও কার্শিয়াং: ০৩৫৪-২৩৪৪৪৪৮ / ৭৫০১৭৬৪৯৯৬এসডিও মিরিক: ৯৪৩৪৪২৩৪৪১এসডিও শিলিগুড়ি: ০৩৫৩-২৫১০১৬২বিডিও দার্জিলিং-পুলবাজার: ৯২৩৯৩৪৭২২০বিডিও কার্শিয়াং: ০৩৫৪-২৯৯৯২৭১বিডিও মিরিক: ৯৬৪১৫৮২৫২৩বিডিও মাটিগাড়া: ০৩৫৩-২৫৮০৪০০বিডিও নকশালবাড়ি: ০৩৫৩-২৯৯৯১৩৮বিডিও খরিবাড়ি: ০৩৫৩-২৫৫৪৭০১বিডিও ফাঁসিদেওয়া: ৭০০১৮৯৬৩১৪শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন টুরিস্ট হেল্প লাইন : ৭৫৫৭০৩৫১৯৪
advertisement
6/6
প্রবল বৃষ্টির দাপটে বিপর্যস্ত উত্তরবঙ্গ এখন এক ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে। পাহাড় থেকে নদী—সব জায়গায়ই ধস, ভাঙন, বন্যা এবং মৃত্যু-দুঃসংবাদের মিশ্র চিত্র। প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা সত্ত্বেও আবহাওয়া আরও কয়েকদিন খারাপ থাকার সম্ভাবনা থাকায় সর্বস্তরে সতর্কতা জারি রয়েছে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)