TRENDING:

উত্তরবঙ্গের বিপর্যয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ...! সরকারি কর্মীদের সম্মান জানাতে বড় পরিকল্পনা মমতার

Last Updated:
North Bengal Flood: উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় দমকল কর্মী, এসডিআরএফ, পুলিশ, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে চিকিৎসক যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাঁদের বিশেষ ভাবে সম্মানিত ও পুরস্কৃত করা হবে রাজ্যের তরফে। ঘনিষ্ট মহলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
1/5
উত্তরবঙ্গের বিপর্যয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ...! কর্মীদের সম্মান জানাতে বড় পরিকল্পনা মমতার
কলকাতা: উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় দমকল কর্মী, এসডিআরএফ, পুলিশ, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে চিকিৎসক যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাঁদের বিশেষ ভাবে সম্মানিত ও পুরস্কৃত করা হবে রাজ্যের তরফে। ঘনিষ্ট মহলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/5
ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবারই ফের উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। এবার দার্জিলিং থেকেই বিপর্যয় নিয়ে তদারকি করবেন মমতা।
advertisement
3/5
নিজেই মিরিকের জন্য ত্রাণ নিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং থেকে কালিম্পং - মিরিকের পুনর্গঠনের কাজ নিয়ে রিভিউ করবেন মুখ্যমন্ত্রী।
advertisement
4/5
এদিকে, লাগাতার ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার জেরে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। সূত্রের খবর, এবার মাইথন জলাধার ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস।
advertisement
5/5
আগামী ১১ অক্টোবর এই কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ঘনিষ্ঠ মহলে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার ডিভিসির ছাড়া জলে বাংলায় বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। এরপর পাঞ্চেত জলাধার ও ঘেরাও হবে বলে ঘনিষ্ঠ মহলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
উত্তরবঙ্গের বিপর্যয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ...! সরকারি কর্মীদের সম্মান জানাতে বড় পরিকল্পনা মমতার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল