North Bengal Flood Alert: ফুঁসছে তিস্তা, কোন কোন এলাকায় জারি লাল সতর্কতা? কত জল ছাড়ল তিস্তা ব্যারেজ? পড়ুন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
তিস্তার উপর লাল সতর্কতা জারি, সীমান্তবর্তী এলাকায় অ্যালার্ট। তিস্তা নদীর জল বাড়তে থাকায় মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে
advertisement
1/5

তিস্তার উপর লাল সতর্কতা জারি, সীমান্তবর্তী এলাকায় অ্যালার্ট। তিস্তা নদীর জল বাড়তে থাকায় মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। প্রবল স্রোত আর নদীর ধারে বসবাসকারী মানুষজনের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় প্রশাসন ও সিভিল ডিফেন্স নজরদারিতে রয়েছে
advertisement
2/5
বুধবার সকাল ৮টা থেকে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১৭৬২.৫৩ কিউসেক জল ছাড়া হয়েছে। সেচ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী দফায় দফায় জল ছাড়া হচ্ছে। এর ফলে তিস্তায় জলস্ফীতি অব্যাহত।
advertisement
3/5
জাতীয় সড়ক NH31-এর পাশে জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলস্তর কিছুটা বৃদ্ধি পেলেও এখনও নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। তবুও চালকদের জন্য সতর্কতা জারি রাখা হয়েছে।
advertisement
4/5
দমহনী এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, উঠল সতর্কতা। তিস্তার দমহনী অংশে নদীর জলস্তর কমে আসায় সতর্কতা তুলে নেওয়া হয়েছে। এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বজায় রাখা হয়েছে, যাতে হঠাৎ পরিস্থিতির অবনতি হলেও দ্রুত পদক্ষেপ করা যায়।
advertisement
5/5
তিস্তার ধারে বন্যা পরিস্থিতির মধ্যেও স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার চেষ্টায় দৃঢ়তা দেখা গিয়েছে। কেউ জলে গড়িয়ে পড়া বাঁধের পাশ দিয়ে যাতায়াত করছেন, কেউবা নদীর দিকে নজর রেখে কৃষিকাজে ব্যস্ত। একদিকে প্রাকৃতিক চ্যালেঞ্জ, অন্যদিকে টিকে থাকার লড়াই।