Durga Puja 2025: বন্ধু চল! প্রতিমা থেকে মণ্ডপ-সব দায়িত্ব স্কুলপড়ুয়াদের! খুদে উদ্যোক্তাদের ছোট্ট হাতে আয়োজিত পুজো তাক লাগিয়ে দিল!
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Durga Puja 2025: ওরা 'বন্ধু চল' এর সদস্য। প্রত্যেকেই ছোট। বয়স মেরে কেটে এগারো, বারো বা তেরোর ঘরে। অথচ তিন বছর ধরে নিপু্ণ হাতে সামলে আসছে দুর্গাপুজোর সমস্ত রীতি। কেউ প্রতিমা, কেউ তাতে রং লাগিয়েছে, কেউ প্যান্ডেলের কাজ তো কেউ হাত লাগিয়েছে বাজারের কাজে।
advertisement
1/6

পাগলিগঞ্জ এলাকার দুর্গা পুজোর দায়িত্ব ভাগ করে নিয়েছে 'বন্ধু চল'-এর সদস্যরা। উদ্যোক্তারা সকলেই পতিরাম হাইস্কুল ও খাসপুর হাইস্কুলের ছাত্র। পঞ্চম, ষষ্ঠ কিংবা অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
ষষ্ঠ শ্রেণির সূর্যদীপ হালদার ও নবম শ্রেণির ঋষি হালদারের দায়িত্ব ছিল প্রতিমা গড়ার। অষ্টম শ্রেণির চন্দ্র হালদার ও শুভজিৎ হালদারের দায়িত্ব ছিল প্যান্ডেল বানানোর।সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
ক্লাস সিক্সের বিবেক হালদার ও রাজ হালদারের দায়িত্বে পুজোর জোগাড় করার। তবে পুজোর দিনগুলোতে বছর পনেরোর ঈশিতা হালদার ও শুভশ্রী মণ্ডল পুজোর জোগাড়ির কাজ করে।সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
শুধুমাত্র প্রতিমা তৈরি করা নয়, দুর্গাপুজোর পাঁচ দিন সমস্ত রীতিনীতি মেনেই বিগত ৩ বছর ধরে পুজো করে আসছে এই ক্ষুদে পড়ুয়ারা। তাঁরা নিজেরাই টাকা জমিয়ে প্যান্ডেল এবং প্রতিমার খরচ তুলছে।সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
যদিও প্রতিমা বানাতে সূর্যদীপ কোন টাকা পয়সা নিচ্ছে না। আর বাকি কিছু টাকা তাদের অভিভাবকরাই দিয়ে থাকে।সত্যিই এ যেন এক অন্য রকমের পুজো, যা ছোট থেকেই শিল্পীসত্ত্বা তৈরিতে ব্যস্ত।সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
তবে শুধুমাত্র এলাকাবাসীই নয়, বালুরঘাট ব্লকের সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে 'বন্ধু চল' ক্ষুদেদের এই সংস্থা। এমনকি নিজেদের হাতে প্রতিমা তৈরি করতে পেরে যথেষ্ট খুশি তাঁরাও।সুস্মিতা গোস্বামী