North Bengal Crisis: অমিতাভের 'অনুসন্ধান'-এর শ্যুটিং হয়েছিল, দার্জিলিংয়ের সেই দুধিয়া ব্রিজ ভেঙে পড়ে! কবে হবে নতুন সেতু? টার্গেট ২০
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:BISWAJIT MISRA
Last Updated:
North Bengal Crisis: নাগাড়ে বৃষ্টির জেরে রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। বালাসন নদীর উপর প্রবল বৃষ্টির জলের চাপে ভেঙে পড়েছে দুধিয়া ব্রিজ।
advertisement
1/7

নাগাড়ে বৃষ্টির জেরে রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। বালাসন নদীর উপর প্রবল বৃষ্টির জলের চাপে ভেঙে পড়েছে দুধিয়া ব্রিজ।
advertisement
2/7
১৯৮১ সালে 'অনুসন্ধান' ছবিতে এই ব্রিজের উপর দৃশ্য ছিল অমিতাভ বচ্চনের।
advertisement
3/7
সেতুর উপরে ঘোড়ায় চড়ে এগিয়ে আসছেন অমিতাভ। মাথায় বড় হ্যাট। উল্টোদিক থেকে জিপ চালিয়ে দুই স্যাঙাৎ নিয়ে এগিয়ে আসছেন ভিলেন আমজ়াদ খান। ব্রিজের উপরে মুখোমুখি নায়ক-খলনায়ক! তার পরে শুরু ধারালো সব সংলাপ। সেই ব্রিজই ভেঙে গিয়েছে।
advertisement
4/7
ইতিমধ্যে লোহার ব্রিজ ভেঙে বন্ধ হয়েছে শিলিগুড়ি- মিরিক যানবাহন চলাচল! দ্রুত বিকল্প ব্যবস্থার করতে হিউমপাইপ দিয়ে রাস্তা করার কাজ শুরু করবে পূর্ত দফতর।
advertisement
5/7
বেইলি ব্রিজ করার মতো অবস্থা নেই। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পূর্ত দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি।
advertisement
6/7
মঙ্গলবার থেকেই কাজ শুরু হবে এবং আগামী ২০ দিনের মধ্যে কাজ সমাপ্ত করার চেষ্টা করা হচ্ছে।
advertisement
7/7
অন্যদিকে, বিকল্প সেতুর কাজ চলছে। আগামী বছরের মধ্যে নতুন সেতু নির্মাণ কাজ শেষ হবে মত পূর্ত দফতরের দার্জিলিং হাইওয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আনন্দময় মণ্ডল।