Sandakphu Snowfall: আজ রাতেই খেলা ঘুরবে পাহাড়ে! সাদা তুলোর মতো বরফ পড়া শুরু, সকালে কী দেখতে চলেছে সান্দাকফু!
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Sandakphu Snowfall: কাল, বৃহস্পতিবার সকালে দার্জিলুং, মিরিক, সুখিয়াপোখরিতে থাকা পর্যটকদেরও ডেস্টিনেশন যে সান্দাকফু হতে চলেছে, তা সহজেই বলে দেওয়া যায়! রাতের দিকে ফের সান্দাকফু-তে মাইনাসে চলে যাবে তাপমাত্রা।
advertisement
1/7

Sandakphu Snowfall হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই। সেই মতো সাদা বরফে ঢাকল সান্দাকফু! ফেব্রুয়ারিতে যখন কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে গুটিগুঁটি পায়ে শীত বিদায়ের পথে, ওই সময়ে সাদা তুলোয় ঢাকা পড়ল সান্দাকফু! যেদিকেই চোখ যায়, শুধুই সাদা ক্যানভাস!
advertisement
2/7
Sandakphu Snowfall: বিকেলের দিকে অঝোরে ঝরতে থাকে সাদা বরফের টুকরো। আর তা নিয়েই মাতোয়ারা পর্যটকেরা। কাল, বৃহস্পতিবারর সকালে দার্জিলুং, মিরিক, সুখিয়াপোখরিতে থাকা পর্যটকদেরও ডেস্টিনেশন যে সান্দাকফু হতে চলেছে, তা সহজেই বলে দেওয়া যায়! রাতের দিকে ফের সান্দাকফু-তে মাইনাসে চলে যাবে তাপমাত্রা।
advertisement
3/7
IMD Bengal Weather Forecast: অরুণাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। সিকিমেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
advertisement
4/7
IMD Bengal Weather Forecast: ইতিমধ্যেই সান্দাকফু-সহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা শূন্যের কাছাকাছি। এরপর হালকা বৃষ্টি বা শিলাবৃষ্টি হলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে।
advertisement
5/7
IMD Bengal Weather Forecast: উত্তরবঙ্গে দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা। উচু পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। দার্জিলিং-এ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
advertisement
6/7
IMD Bengal Weather Forecast: উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তাই জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। আংশিক মেঘলা আকাশ কোথাও এবং সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে।
advertisement
7/7
IMD Bengal Weather Forecast: বৃহস্পতিবার কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে মালদহ ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা থাকতে পারে।