North Bengal Weather Forecast: ছুটির দিনে কি ফের হাওয়া বদল? কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, রইল IMD-র লেটেস্ট আপডেট
- Published by:Madhab Das
- local18
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
North Bengal Weather Forecast: বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে হালকা শীতের আমেজ শুরু হয়েছে রাজ্যজুড়ে। তবে হালকা শীতের আমেজের মধ্যেই আবার শনিবার থেকে তাপমাত্রার পারদ বেশ কিছুটা চড়তে দেখা যায়।
advertisement
1/6

বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে হালকা শীতের আমেজ শুরু হয়েছে রাজ্যজুড়ে। তবে হালকা শীতের আমেজের মধ্যেই আবার শনিবার থেকে তাপমাত্রার পারদ বেশ কিছুটা চড়তে দেখা যায়। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় প্রশ্ন উঠছে তাহলে কি ছুটির দিনে আবার হাওয়া বদল হবে?
advertisement
2/6
ছুটির দিনে রবিবার আবহাওয়ায় বদল আসবে কিনা তা নিয়ে আবহাওয়া দফতর (IMD) ইতিমধ্যেই তাদের তরফে তথ্য প্রকাশ করা হয়েছে। যা থেকে জানা যাচ্ছে, আগামী এক সপ্তাহ রাজ্যের কোথাও তেমন কোনও সতর্কতা নেই। আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস থেকে চলুন দেখে নেওয়া যাক কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।
advertisement
3/6
উত্তরবঙ্গের আবহাওয়া সংক্রান্ত যে তথ্য আবহাওয়া দফতর থেকে পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ ঝলমলে থাকবে। পাহাড়ের দিকে হালকা মেঘের দেখা মিলবে। তবে মেঘের আড়ালেও কাঞ্চনজঙ্ঘা দর্শন হবে। এসবের মধ্যেও কিন্তু পাহাড়ে মনোরম পরিবেশ বজায় রয়েছে। অন্যদিকে সমতলে গরম বজায় থাকবে। এখন গরম থেকে রেহাই পাওয়া যাবে না।
advertisement
4/6
রবিবার শিলিগুড়ির আকাশ মূলত পরিষ্কার থাকবে। শিলিগুড়িতে গরম আপাতত কমছে না। শিলিগুড়ির মতোই জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের আকাশ পরিষ্কার থাকবে।
advertisement
5/6
উত্তরবঙ্গের এই সকল জেলাগুলির মধ্যে আবার দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। কোচবিহারে তাপমাত্রা ও অনেকটাই বেশি থাকবে। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা গত ২৪ ঘন্টায় ৩৫ ডিগ্রির বেশি ছিল। এই সকল জেলাগুলিতে আপাতত গরম থেকে রেহাই মিলবে না।
advertisement
6/6
দার্জিলিং এ রবিবার হালকা মেঘের দেখা মিললেও মনোরম আবহাওয়া বজায় রয়েছে। দার্জিলিং এর মতই কালিম্পং এর আবহাওয়া মনোরম এবং হালকা মেঘের আনাগোনা রয়েছে।