NH10 Closed: বাংলা সিকিমের প্রাণভ্রোমরা ফের ক্ষতিগ্রস্ত, ভেঙে গেল ১০ নম্বর জাতীয় সড়কের এই অংশ, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
NH10 Closed: ফের ধস, পুজোর আগে বিপর্যস্ত বাংলা-সিকিম লাইফ লাইন
advertisement
1/6

সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : পুজোর মুখে ফের বিপর্যস্ত হল বাংলা-সিকিম যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার গভীর রাতে বিশাল ধস নামল সেবক বাগ পুল তথা করোনেশন ব্রিজ ও কালিঝোড়ার মাঝামাঝি ১০ নম্বর জাতীয় সড়কে। পাহাড় থেকে গড়িয়ে পড়ে একের পর এক বিশাল বড় পাথর রাস্তার উপর এসে পড়ে মুহূর্তে বন্ধ হয়ে যায় এই লাইফ লাইন। ফলে রাত থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলার সঙ্গে সিকিমের যোগসূত্র।
advertisement
2/6
হঠাৎ ধস নামায় আটকে পড়েন বহু গাড়ি ও পর্যটক। মাঝরাতে জাতীয় সড়কে আটকে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কেউ কেউ বাধ্য হয় গাড়ি ফেলে হেঁটে বাড়ির পথে ফিরতে। অনেক পর্যটকই জানান, ধসের শব্দ এতটাই জোরে হয়েছিল যে মুহূর্তে আতঙ্ক তৈরি হয়। রাস্তা বন্ধ থাকায় ভোররাত পর্যন্ত কার্যত স্থবির হয়ে পড়ে গোটা এলাকা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাতেই কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। শনিবার সকাল থেকে ধস সরানোর কাজ জোরকদমে শুরু হয়েছে। তবে ধসের পরিমাণ অনেক বেশি হওয়ায় রাস্তা কখন পুরোপুরি সচল হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না আধিকারিকরা। আপাতত গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
প্রশাসন সূত্রে খবর, ধস সরানো না পর্যন্ত সিকিমগামী পর্যটক ও সাধারণ যানবাহনের জন্য বিকল্প রুটের চিন্তা করা হচ্ছে। তবে প্রধান লাইফ লাইন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসন পর্যটকদের অনুরোধ করেছে, অকারণে যাত্রা না করতে এবং ধসপ্রবণ এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
পুজোর আগে এই ধস নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে পর্যটন ব্যবসায়ীদের। প্রতি বছর পুজোর সময় হাজার হাজার পর্যটক সিকিমে যান। ইতিমধ্যেই বহু হোটেল, হোমস্টে ও ট্রাভেল এজেন্সি বুকিং পেয়েছে। কিন্তু রাস্তা বন্ধ থাকায় অনেক বুকিং বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিকিম ও দার্জিলিংমুখী পর্যটন শিল্পের উপর বড়সড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
প্রসঙ্গত, ১০ নম্বর জাতীয় সড়ককে ঘিরে ধস এখন নিত্য সমস্যায় দাঁড়িয়েছে। প্রায় প্রতি বর্ষাতেই কালিঝোড়া, সেবক, বাগপুল বা রঙপোর কাছে ধস নেমে দিনের পর দিন বন্ধ হয়ে যায় এই লাইফ লাইন। স্থানীয়দের দাবি, বারবার একই সমস্যা হলেও স্থায়ী সমাধান করা হচ্ছে না। ফলে সাধারণ মানুষ ও পর্যটকরা প্রতি বছর দুর্ভোগের শিকার হচ্ছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য