TRENDING:

Bad News : উত্তরবঙ্গ যাচ্ছেন-দার্জিলিং নাকি সিকিম? মাথায় হাত, ৪ দিন বন্ধ শিলিগুড়ি-সিকিম লাইফলাইন, কোন উপায়ে ওঠানামা করবেন

Last Updated:
Bad News : চারদিন বন্ধ শিলিগুড়ি–সিকিম লাইফলাইন, বিপাকে পর্যটক ও নিত্যযাত্রীরা
advertisement
1/5
উত্তরবঙ্গ যাচ্ছেন, মাথায় হাত, ৪ দিন বন্ধ শিলিগুড়ি-সিকিম লাইফলাইন, কোন উপায়ে ওঠানামা?
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দার্জিলিং ও সিকিমমুখী যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ। মেরামতির কাজে আগামী চারদিন পুরোপুরি বন্ধ থাকবে শিলিগুড়ি–সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক। প্রবল বর্ষণ ও ধারাবাহিক ধসের পর ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্গঠনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
2/5
ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ অক্টোবর দুপুর ১টা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
গত সপ্তাহের ভয়াবহ বৃষ্টিতে ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় ধস নেমে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে পড়ে। ফলে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই লাইফলাইন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। সিকিমের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই রাস্তায় ভ্রমণ বন্ধ থাকায় সাধারণ যাত্রী, পরিবহণ কর্মী ও পর্যটকরা প্রবল দুর্ভোগে পড়বেন বলেই আশঙ্কা প্রশাসনের।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
তবে বিকল্প পথের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। তারা জানিয়েছে, পর্যটকদের সুবিধার্থে ঘুরপথে যান চলাচলের ব্যবস্থা করা হবে যাতে জরুরি প্রয়োজনে সিকিম–দার্জিলিং–কালিম্পংগামী যাত্রীরা যাতায়াত করতে পারেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
এদিকে, গত কয়েক মাস ধরে পাহাড়ে নিয়মিত ধস নামার ঘটনায় উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, লাগাতার বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে পড়ায় যেকোনও মুহূর্তে বড় ধসের আশঙ্কা তৈরি হচ্ছে। তাই ঝুঁকি এড়াতে রাস্তা বন্ধ রেখে মেরামতির সিদ্ধান্ত প্রশাসনের কাছে একেবারে অনিবার্য ছিল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Bad News : উত্তরবঙ্গ যাচ্ছেন-দার্জিলিং নাকি সিকিম? মাথায় হাত, ৪ দিন বন্ধ শিলিগুড়ি-সিকিম লাইফলাইন, কোন উপায়ে ওঠানামা করবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল