Travel Destination: উত্তরবঙ্গের নতুন আবিষ্কার- পাহাড়ের কোলে কমলালেবুর গ্রাম! কী ভাবে যাবেন? কোথায় থাকবেন?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Travel vlog: ঘরে বসে আর ভাল লাগছে না, মন বলছে বেড়িয়ে আসি পাহাড়ে। কিন্তু কোথায় যাবেন? এসব সাতপাঁচ চিন্তা না করে ঘুরে আসুন পাহাড়ি গ্রাম শাসিং ভ্যালি।
advertisement
1/5

শাসিং ভ্যালি। একেবারেই অচেনা একটা নাম। কমলালেবুর বাগান ভরে রয়েছে এই গ্রাম । সিটংকে কড়া টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই শাসিং ভ্যালি।
advertisement
2/5
বাইকারদের পক্ষেও বেশ ভাল জায়গা এটি। যাঁরা এই বসন্তে ভাবছেন একটু নিরিবিলিতে ছুটি কাটাবেন তাঁরা চোখ বন্ধ করে চলে অসতে পারেন এই শাসিং ভ্যালিতে।
advertisement
3/5
শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ঘুম পর্যন্ত চলে আসুন শেয়ার গাড়িতে। জনপ্রতি ভাড়া নেবে আড়াইশো টাকা। ঘুম থেকে লেপচা জগতে যাওয়ার পথে পড়বে ঘুম ভাঞ্জে। সেখান থেকেই রাস্তা বেঁকে গিয়েছে শাসিং ভ্যালির দিকে।
advertisement
4/5
একেবারেই অফবিট জায়গা এটি। এই ভ্যালির পাশ দিয়েই বয়ে গিয়েছে রঙ্গিত নদী। এখানে একেবারে অরগ্যানিক পরিবেশে থাকতে পারবেন। নেই কোনও দূষণ।
advertisement
5/5
শীতের ছুটিতে ঘুরে আসুন শাসিং ভ্যালি। থাকার জন্য হোম স্টে রয়েছে। যার খরচ খাওয়া দাওয়া সহ জনপ্রতি ১৫০০ টাকা ।