TRENDING:

Sikkim Tourism: সিকিম ভ্রমণে খুলে গেল নতুন দিগন্ত, পর্যটকদের সুখবর দিয়ে চালু হল নতুন অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, জানুন

Last Updated:
সকাল থেকেই ভিড় জমল হোটেল, ট্রাভেল এজেন্সি, হোমস্টের উদ্যোক্তাদের। B2B সেশন-এ মুখোমুখি হলেন স্থানীয় ব্যবসায়ীরা আর আন্তর্জাতিক ট্যুর অপারেটররা।
advertisement
1/8
পর্যটকদের সুখবর দিয়ে সিকিম ভ্রমণে চালু হল নতুন অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, জানুন
<strong>সিকিম, ঋত্বিক ভট্টাচার্য</strong>: গ্যাংটকের হাওয়া তখনও ভিজে টানা বৃষ্টির ছোঁয়ায়। তবু শনিবার সকালে শহরের এক প্রান্তে জমল উৎসবের আমেজ। রঙিন পোশাকে অতিথিদের ভিড়, পাহাড়ি ঢোলের তালে তাল মিলিয়ে শুরু হল তৃতীয় কাঞ্চনজঙ্ঘা আন্তর্জাতিক পর্যটন সম্মেলন। দুই দিনের এই জমায়েত শুধু পর্যটনের আলোচনা নয়, পূর্ব হিমালয়ের জন্য এক নতুন অধ্যায় লিখল।
advertisement
2/8
মঞ্চে উঠে আসেন সিকিমের পর্যটনমন্ত্রী শ্রী চেরিং থেন্ডুপ ভুটিয়া। পাশে রাজ্যের দিকপাল নেতারা, আমন্ত্রিত অতিথি আর দেশ-বিদেশের পর্যটন বিশেষজ্ঞরা। ভুটান থেকে পশ্চিমবঙ্গ, আবার রাজধানীর পর্যটন দফতরের প্রাক্তন শীর্ষকর্তা— সকলে যেন এক সুতোয় বাঁধা। আতিথেয়তার দায়িত্ব নিল স্থানীয় হোটেল চেইন, আর সহযোগিতায় ছিল Incredible India।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/8
মঞ্চে ওঠে একের পর এক বক্তব্য। 'টেকসই পর্যটনই আগামী দিনের মন্ত্র'— এমন সুরে গাইলেন বিশেষজ্ঞরা। সাংবাদিক, গবেষক, এমনকি ছোট্ট গ্রাম ইয়াং গ্যাং-এর প্রতিনিধি পর্যন্ত তুলে ধরলেন কীভাবে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ পাহাড়ের অর্থনীতি বদলে দিতে পারে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/8
প্রথম দিনের শেষে চমক— উদ্বোধন হল Bengal Travel Mart 2026-এর অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। মঞ্চেই ঘোষণা করলেন মন্ত্রী, “আমাদের সীমান্ত পেরিয়ে পর্যটনের নতুন রাস্তা খুলছে।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/8
শেষ দিনে, সকাল থেকেই ভিড় জমল হোটেল, ট্রাভেল এজেন্সি, হোমস্টের উদ্যোক্তাদের। B2B সেশন-এ মুখোমুখি হলেন স্থানীয় ব্যবসায়ীরা আর আন্তর্জাতিক ট্যুর অপারেটররা। কোথাও পাহাড়ি হোমস্টের ছবি দেখিয়ে চুক্তি পাকা, কোথাও আবার বড় রিসর্টের সঙ্গে নতুন প্যাকেজ নিয়ে আলোচনা। যেন ছোট্ট গ্যাংটক শহর হয়ে উঠল বৈশ্বিক বাজারের মিলনমেলা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/8
ইউক্সম, উত্তরায়, সোরেং আর নামচির মতো শান্ত পাহাড়ি জনপদকে এগিয়ে দেওয়ার ডাকও এল জোর গলায়। উদ্দেশ্য একটাই— পাহাড়ের প্রতিটি মানুষ যেন পর্যটনের লাভে অংশ নিতে পারে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/8
সম্মেলন শেষে ধন্যবাদ জ্ঞাপনের পর যখন আলো-আঁধারিতে গ্যাংটকের আকাশে ভেসে উঠল রঙিন আলো, তখনই প্রতিধ্বনিত হল সিকিম সরকারের বার্তা— “২০২৫-এর শেষে আমরা ২০ লক্ষ পর্যটককে স্বাগত জানাব। পূর্ব হিমালয় হবে বিশ্বের মানচিত্রে এক অনন্য গন্তব্য।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
8/8
কাঞ্চনজঙ্ঘার ছায়ায় দাঁড়িয়ে তাই মনে হল, এই সম্মেলন কেবল আনুষ্ঠানিক জমায়েত নয়, বরং পাহাড়ি ভবিষ্যতের এক নতুন প্রতিশ্রুতি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim Tourism: সিকিম ভ্রমণে খুলে গেল নতুন দিগন্ত, পর্যটকদের সুখবর দিয়ে চালু হল নতুন অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল