New Bus Service: পুজোর আগে নতুন রুটে সিএনজি বাস! পুজোকে সামনে রেখে পরিবহন সংস্থার বিশেষ উদ্যোগ
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
New Bus Service: উত্তরবঙ্গবাসীর যাতায়াত আরও সহজ করতে ফের নতুন পদক্ষেপ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC)। গত এক বছরে মোট ৩২টি সিএনজি বাস পেয়েছে সংস্থা।
advertisement
1/6

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গবাসীর যাতায়াত আরও সহজ করতে ফের নতুন পদক্ষেপ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC)। গত এক বছরে মোট ৩২টি সিএনজি বাস পেয়েছে সংস্থা। তার মধ্য থেকেই দুটি পরিবেশবান্ধব বাস আগামী সোমবার থেকে শিলিগুড়ি ডিপো থেকে নতুন রুটে যাত্রা শুরু করতে চলেছে।
advertisement
2/6
NBSTC–র চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, একটি সিএনজি বাস চলবে শিলিগুড়ি থেকে কোচবিহার রুটে, অন্যটি শিলিগুড়ি থেকে ফারাক্কা রুটে। যাত্রীদের সুবিধার্থে এই দুটি বাসের টিকিট খুব সহজেই অনলাইনে বুক করা যাবে। নির্দিষ্ট সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
এতদিন শিলিগুড়ি থেকে গ্যাংটকের জন্য একটি মাত্র NBSTC বাস চলত। এবার সেই রুটে যুক্ত হচ্ছে আরও একটি নতুন বাস। প্রত্যেকদিন সকাল ৭টায় শিলিগুড়ি থেকে রওনা দেবে এই বাস এবং দুপুর ২টা ৩০ মিনিটে গ্যাংটক থেকে ফেরত আসবে। ফলে পুজোর মরশুমে পর্যটকদের ভিড় সামলাতে যাত্রীদের অনেকটা সুবিধা হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
প্রতিবারের মতো এবছরও পুজোকে সামনে রেখে বিশেষ পরিষেবা চালু করছে NBSTC। মহাচতুর্থী ও মহাপঞ্চমীতে সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে বিশেষ পুজো পরিক্রমা। শিলিগুড়ির বড় বড় পূজো মণ্ডপে ঘোরানো হবে তাঁদের। অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
দুটি বাস রাখা হয়েছে— একটি এসি (১৭ আসন) ও একটি নন-এসি (৩২ আসন)। এসি টিকিটের মূল্য ৭০০ টাকা, নন-এসি টিকিটের মূল্য ৫০০ টাকা। এই ভাড়ার মধ্যে থাকছে টিফিন, ডিনার প্যাকেট এবং ১৫–২০টি মণ্ডপ পরিদর্শনের সুযোগ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
NBSTC–র তরফে জানানো হয়েছে, এবছরের সব নতুন পরিষেবা মূলত পুজোর সময়ে যাত্রীদের কথা মাথায় রেখেই চালু করা হচ্ছে। পরিবেশবান্ধব সিএনজি বাস হোক কিংবা সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ট্যুর— সব উদ্যোগের লক্ষ্য হল উত্তরবঙ্গের মানুষের যাত্রা আরও আরামদায়ক ও সুবিধাজনক করা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য