Vande Bharat Express News: দুর্বার গতিতে অর্ধেক সময়ে গন্তব্যে! NJP থেকে নতুন রুটে বন্দে ভারত
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
বাংলা এবং বিহারকে নতুনভাবে রেল যোগাযোগে জুড়তে সেমি হাইস্পিড ট্রেনটিকে সবুজ পতাকা দেখানোর জন্য মঙ্গলবারই বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
advertisement
1/5

এনজেপি থেকে ফের নতুন রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস । নিউ জলপাইগুড়ি থেকে পাটনা রুটে চলবে এই নয়া বন্দে ভারত। আগামী ১২ ই মার্চ আহমেদাবাদ থেকে ভার্চুয়ালি ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।
advertisement
2/5
বাংলা এবং বিহারকে নতুনভাবে রেল যোগাযোগে জুড়তে সেমি হাইস্পিড ট্রেনটিকে সবুজ পতাকা দেখানোর জন্য মঙ্গলবারই বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
advertisement
3/5
শুধু ওই দিন সকাল ৯-৩০ মিনিটে এনজেপি থেকে ট্রেনটি পাটনার উদ্দেশে রওনা দেবে।তবে ট্রেনটির বানিজ্যিক যাত্রা শুরু হবে বৃহস্পতিবার অর্থাৎ ১৪ ই মার্চ থেকে।
advertisement
4/5
ভোর ৫-১৫ মিনিটে এনজেপি থেকে ছেড়ে দুপুর ১২-১০ মিনিট নাগাদ পাটনা পৌঁছবে। আবার দুপুর ১টার সময় পাটনা থেকে ছেড়ে রাত ৮ টার সময় ট্রেনটি এনজেপি পৌঁছবে।
advertisement
5/5
এই নিয়ে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেল নিউ জলপাইগুড়ি। এর আগে এনজেপি-হাওড়া ও এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত চালু হয়েছে।