New Flight Route: বাগডোগরা থেকে সোজা ইম্ফল, আগরতলা! উত্তর-পূর্ব বেড়ানো এবারে অর্ধেক সময়ে, জানুন বিমানের সময়সূচি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
New Flight Route: ২৬ অক্টোবর থেকে বাগডোগরা বিমানবন্দর থেকে শুরু হচ্ছে ইম্ফল ও আগরতলার উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা। উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধা এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগ আরও জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
advertisement
1/5

*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গের আকাশপথে যুক্ত হলো নতুন অধ্যায়। আগামী ২৬ অক্টোবর থেকে বাগডোগরা বিমানবন্দর থেকে শুরু হচ্ছে ইম্ফল ও আগরতলার উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা। উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধা এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগ আরও জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। দীর্ঘদিন ধরেই এমন পরিষেবার দাবি উঠেছিল যাত্রীদের মধ্যে, অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে।
advertisement
2/5
*বাগডোগরা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন চলবে এই উড়ান। ইম্ফল থেকে ২.১০ মিনিটে ছেড়ে বিমান পৌছবে বাগডোগরায় দুপুর ৩.৫০ মিনিটে। আবার বাগডোগরা থেকে সকাল ১১.৫৫ মিনিটে ছেড়ে দুপুর ১.৩৫ মিনিটে পৌঁছবে ইম্ফলে। আগরতলা রুটেও একইভাবে প্রতিদিন উড়ান চলবে— আগরতলা থেকে সন্ধে ৬.১০ মিনিটে উড়ে বাগডোগরায় পৌঁছবে ৭.২০ মিনিটে, আর বাগডোগরা থেকে বিকেল ৪.৩০ মিনিটে উড়ে পৌঁছবে বিকেল ৫.৪০ মিনিটে।
advertisement
3/5
*এই নতুন সংযোগের ফলে একদিকে যেমন উত্তরবঙ্গের পর্যটন খাতে গতি আসবে, তেমনই ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও বাড়বে সম্ভাবনা। শিলিগুড়ি, সিকিম, দার্জিলিংয়ের মতো এলাকায় বসবাসকারী যাত্রীদের জন্য উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে যাতায়াত অনেক সহজ হবে। বিশেষত উৎসবের মরশুমে এই পরিষেবা বাড়তি স্বস্তি দেবে ভ্রমণপিপাসু মানুষদের।
advertisement
4/5
*বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাগডোগরা বিমানবন্দর উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। বর্তমানে এখান থেকে কলকাতা, দিল্লি, গৌহাটি, বেঙ্গালুরু, চেন্নাই-সহ একাধিক শহরে সরাসরি বিমান চলাচল করছে। নতুন এই দুই রুট যুক্ত হওয়ায় উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই আশা কর্তৃপক্ষের।
advertisement
5/5
*যাত্রী ও পর্যটকদের মুখে ইতিমধ্যেই আনন্দের ছাপ। অনেকেই বলছেন, এতদিন সড়ক পথে দীর্ঘ সময় লেগে যেত, এবার বাগডোগরা থেকেই কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে মণিপুর বা ত্রিপুরায়। নতুন এই রুট শুধু আকাশপথের প্রসারই নয়, বরং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের বন্ধুত্ব ও সম্ভাবনার সেতুবন্ধন হিসেবেও দেখা হচ্ছে।