Netaji Birth Anniversary: নেতাজীর পদধূলি বারবার পড়েছে এই শহরে, জন্মবার্ষিকীর প্রাক্কালে ছুঁয়ে দেখুন সেই অজানা ইতিহাস
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Netaji Birth Anniversary: এছাড়া বর্তমানে কামার পাড়ার যে বাড়িটি বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হচ্ছে সেই প্রয়াত বরেন ভৌমিকের বাড়িতেও পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি।
advertisement
1/6

উত্তরের যে শহরে বার বার পরেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি!
advertisement
2/6
নেতাজি সুভাষচন্দ্র বসু আর জলপাইগুড়ি শহর প্রাক স্বাধীনতার সময় একে অপরের পরিপূরক ছিলো যেন। অবিভক্ত বাংলার অন্যতম বিভাগীয় শহরের বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ঘটনার সঙ্গে যুক্ত হয়েছিলেন এই বীর সেনানী।
advertisement
3/6
এছাড়া বর্তমানে কামার পাড়ার যে বাড়িটি বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হচ্ছে সেই প্রয়াত বরেন ভৌমিকের বাড়িতেও পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি।
advertisement
4/6
এছাড়াও রেল পথে বর্তমান বাংলাদেশের লালমনি হাট হয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে বার বার পরেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি।
advertisement
5/6
এরই সঙ্গে জলপাইগুড়ির রাজবাড়ীর আমন্ত্রণে এসেছিলেন নেতাজি।পরবর্তীতে পৃথিবীতে প্রথম তৈরি নেতাজির মূর্তি টিও স্থান পায় বর্তমানে নেতাজি ফাউন্ডেশনের ভবনে।
advertisement
6/6
১৯৩৬ সালে, বর্তমানে পৌর সভার প্রয়াস সভা ঘরটির স্থানে থাকা জলপাইগুড়ি শহরের নিজস্ব বিদুৎ উৎপাদন কেন্দ্র যাকিনা স্থানীয়দের কাছে পাওয়ার হাউস নামেই পরিচিত ছিলো তার শুভ উদ্বোধন করেছিলেন সুভাষ চন্দ্র বসু।