ট্রলি ব্যাগ, ব্যাকপ্যাক আর উৎকণ্ঠা...! নেপাল থেকে ফিরছেন শত শত ভারতীয়, সীমান্তে আলো জ্বেলে দিচ্ছেন কারা জানেন?
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Nepal Gen Z Protest: নেপালের অশান্ত পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। হঠাৎ করে অশান্তির আবহে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ভিড় এখন সীমান্ত ঘিরে। অনেকেই আতঙ্কিত, পরিবার নিয়ে দেশে ফেরার তাড়া। ট্রলি ব্যাগ, হাতে ছোট ছোট ব্যাগপ্যাক আর চোখেমুখে উৎকণ্ঠার ছাপ— এমন দৃশ্যই এখন দেখা যাচ্ছে নেপাল সীমান্তে।
advertisement
1/6

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : নেপালের অশান্ত পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। হঠাৎ করে অশান্তির আবহে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ভিড় এখন সীমান্ত ঘিরে। অনেকেই আতঙ্কিত, পরিবার নিয়ে দেশে ফেরার তাড়া। ট্রলি ব্যাগ, হাতে ছোট ছোট ব্যাকপ্যাক আর চোখেমুখে উৎকণ্ঠার ছাপ— এমন দৃশ্যই এখন দেখা যাচ্ছে নেপাল সীমান্তে।
advertisement
2/6
এই বিপদের সময়ে পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। দার্জিলিং জেলার পুলিশ সুপার জানিয়েছেন, সীমান্ত দিয়ে ফেরা প্রতিটি ভারতীয় নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, “সীমান্ত এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যেক ভারতীয় নাগরিকের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আমরা সর্বদা সতর্ক। প্রয়োজনে খাদ্য ও চিকিৎসার সাহায্য দেওয়া হবে।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
শুধু সুরক্ষার আশ্বাসই নয়, আতঙ্ক কমাতে খুব শিগগিরই চালু হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। সেখানে পৌঁছেই মানুষ জানাতে পারবেন নিজেদের সমস্যা, মিলবে প্রয়োজনীয় সহযোগিতা। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, তাতে ইতিমধ্যেই আসতে শুরু করেছে ফোন কল। প্রশাসনের হিসাব অনুযায়ী, একদিনেই প্রায় ৩৫-৪০টি কল এসেছে। পর্যটক ও সাধারণ মানুষ যে সমস্যার কথা জানিয়েছেন, তার প্রতিটি খতিয়ে দেখছে পুলিশ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
পর্যটকদের জন্যও রয়েছে বিশেষ নজরদারি। সীমান্ত পার হয়ে যারা দেশে ফিরছেন, তাঁদের নিরাপদ যাত্রার পাশাপাশি থাকার ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা— “কোনও মানুষ যাতে অসহায় অবস্থায় না পড়েন, তা নিশ্চিত করা হবে।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
অন্যদিকে, সীমান্তে দাঁড়িয়ে থাকা এক প্রত্যাবর্তনকারী জানালেন, “গত কয়েকদিন ধরে নেপালে পরিস্থিতি খুব খারাপ। পরিবার নিয়ে খুব চিন্তায় ছিলাম। অবশেষে সীমান্তে এসে স্বস্তি পাচ্ছি। এখানে পুলিশ সাহায্য করছে, সেটাই এখন সবচেয়ে বড় ভরসা।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
নেপালের অশান্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়লেও সীমান্তে দাঁড়ানো ভারতীয় নাগরিকদের চোখে ভরসার আলো জ্বেলে দিচ্ছে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ। সহায়তা বুথ থেকে শুরু করে হেল্পলাইন নম্বর— প্রতিটি উদ্যোগই আতঙ্কের পরিবেশে একটুকরো নিরাপত্তার আশ্বাস দিচ্ছে মানুষকে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, প্রশাসনের বার্তাই স্পষ্ট— “দুর্দিনে একা নন, পাশে আছে সরকার।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য