TRENDING:

Sikkim Tour: পুজোয় সিকিম ভ্রমণ এবারে আর‌ও সহজ! ৭০০-২৫০০ টাকার প্যাকেজে কোথায় কোথায় ঘুরতে পারবেন? জেনে নিন বিস্তারিত

Last Updated:
Sikkim Tour: প্যাকেজ শুরু হচ্ছে ৭০০ টাকা থেকে, রয়েছে ২৫০০ টাকা পর্যন্ত। বাসে রয়েছে সিসি ক্যামেরা থেকে শুরু করে অত্যাধুনিক সুবিধা, যা যাত্রীদের বাস যাত্রাকে আরও বিলাসবহুল করে তুলবে। 
advertisement
1/5
পুজোয় সিকিম ভ্রমণ এবারে আর‌ও সহজ! ৭০০-২৫০০ টাকার প্যাকেজে কোথায় কোথায় ঘুরতে পারবেন? জানুন
*এবার পুজোয় সিকিম ভ্রমণ হবে আরও সহজ! উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিয়ে এল দারুণ চমক। এই পুজোয় NBSTC বাসে চেপে হবে সিকিম ভ্রমণ এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
advertisement
2/5
পুজোয় সিকিম ভ্রমণ এবারে আর‌ও সহজ! ৭০০-২৫০০ টাকার প্যাকেজে কোথায় কোথায় ঘুরতে পারবেন? জানুন
*সবুজের হাতছানিতে জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি বিভিন্ন ডুয়ার্সের দর্শনীয় স্থানগুলিকে ঘুরিয়ে দেখাবে NBSTC। প্যাকেজে থাকছে সিকিম ভ্রমণও।
advertisement
3/5
*প্যাকেজ শুরু হচ্ছে ৭০০ টাকা থেকে, রয়েছে ২৫০০ টাকা পর্যন্ত। বাসে রয়েছে সিসি ক্যামেরা থেকে শুরু করে অত্যাধুনিক সুবিধা, যা যাত্রীদের বাস যাত্রাকে আরও বিলাসবহুল করে তুলবে।
advertisement
4/5
*উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, উত্তরবঙ্গের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে সরাসরি সিকিমগামী(গ্যাংটক) বাস ছুটবে। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্সের সবুজের হাতছানিকে অনুভব করতে সঙ্গ দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন। বিশ্বকর্মা পুজোর পর থেকেই চালু হবে এই পরিষেবা।
advertisement
5/5
*ময়নাগুড়ি থেকে রায়গঞ্জ বাস পরিষেবাও আরও সহজ হয়ে উঠল। জলপাইগুড়ি থেকে রায়গঞ্জ পৌছানোর বাস ও চালু হল। সকালে বাস ছাড়বে এবং অতি অল্প সময়ের মধ্যে রায়গঞ্জ পৌঁছে যাবে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim Tour: পুজোয় সিকিম ভ্রমণ এবারে আর‌ও সহজ! ৭০০-২৫০০ টাকার প্যাকেজে কোথায় কোথায় ঘুরতে পারবেন? জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল