TRENDING:

NBSTC Bus Service: হলদিবাড়ি-জলপাইগুড়ি, শিলিগুড়ি-আলিপুরদুয়ার ছুটছে বাস! NBSTC-র নিয়মিত বাস পরিষেবার সময় জানুন

Last Updated:
NBSTC Bus Service: পুজোর আগে দারুন সুখবর! এবার সড়ক পথে যোগাযোগ হল আরও সহজ। শুরু হল হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি, শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে NBSTC-র বাস পরিষেবা।
advertisement
1/5
হলদিবাড়ি-জলপাইগুড়ি, শিলিগুড়ি-আলিপুরদুয়ার ছুটছে বাস! NBSTC-র নিয়মিত বাসের সময় জানুন
*পুজোর আগে দারুন সুখবর! এবার সড়ক পথে যোগাযোগ হল আরও সহজ। শুরু হল হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি, শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে NBSTC-র বাস পরিষেবা।
advertisement
2/5
হলদিবাড়ি-জলপাইগুড়ি, শিলিগুড়ি-আলিপুরদুয়ার ছুটছে বাস! NBSTC-র নিয়মিত বাসের সময় জানুন
*ঐতিহাসিক শহর হলদিবাড়ি থেকে প্রতিদিন NBSTC-র একাধিক বাস ছাড়ছে জলপাইগুড়ি, শিলিগুড়ি ও আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। ভারত–বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই শহর একসময় রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখনও ভ্রমণ ও দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে বাস পরিষেবা স্থানীয় মানুষদের কাছে ভরসার অন্যতম মাধ্যম।
advertisement
3/5
*NBSTC সূত্রে জানা গিয়েছে, হলদিবাড়ি থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে বাস ছাড়বে সকাল ৮:১৫, ৯:৩০, ১০:১০, ১০:৪০, ১১:২০, দুপুর ১২:০০, ১২:৪৫, ১:৪৫, ২:২০, বিকেল ৩:৩০, ৪:০০, ৪:৩০, সন্ধ্যা ৫:২০, ৬:০০, ৬:৪০, ৭:২০ এবং রাত ৮:২০ মিনিটে।
advertisement
4/5
*শিলিগুড়ির উদ্দেশ্যে হলদিবাড়ি থেকে বাস রয়েছে সকাল ৭:১৫ ও ৮:৪৫-এ এবং দুপুর ২:৪৫-এ। আলিপুরদুয়ারের জন্য বাস ছাড়ে দুপুর ১:৪৫ মিনিটে।
advertisement
5/5
*স্থানীয়দের মতে, এই বাস সময়সূচি প্রতিদিন অফিসগামী, ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ করছে। রেল যোগাযোগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই NBSTC-র এই নিয়মিত পরিষেবা এলাকাবাসীর কাছে এখন অপরিহার্য।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
NBSTC Bus Service: হলদিবাড়ি-জলপাইগুড়ি, শিলিগুড়ি-আলিপুরদুয়ার ছুটছে বাস! NBSTC-র নিয়মিত বাস পরিষেবার সময় জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল