TRENDING:

Sikkim Disaster: প্রবল দুর্যোগে বিধ্বস্ত সিকিম! ধস, বৃষ্টি, তিস্তার জলে ব্যাপক বিপর্যয়! সিকিম বেড়ানো আপাতত বন্ধ? জানুন

Last Updated:
Sikkim Disaster: এই মুহূর্তে সিকিম সফরের পরিকল্পনা স্থগিত রাখা যেতে পারে, এমনটাই জানাচ্ছে প্রশাসন। আর গেলেও আবহাওয়ার বিষয়ে নজর রেখে সতর্ক থাকা দরকার।
advertisement
1/5
প্রবল দুর্যোগে বিধ্বস্ত সিকিম! ধস, বৃষ্টি, তিস্তার জলে ব্যাপক বিপর্যয়! সিকিম বেড়ানো বন্ধ?
*উত্তর সিকিমে ধস: থেং ও চুংথাংয়ে পর্যটন কার্যক্রমে পড়ছে ছেদ। অবিরাম বৃষ্টিপাতের জেরে উত্তর সিকিমের থেং ও চুংথাংয়ে একাধিক ভূমিধস এর খবর মিলছে। ধসের কারণে রাস্তা বন্ধ, মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন এবং জলস্তর অস্বাভাবিকভাবে বেড়েছে। নিরাপত্তার স্বার্থে পর্যটকদের ওই অঞ্চলে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
advertisement
2/5
*ধস ও জলস্ফীতি, তিস্তার রূপ বদলে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। তিস্তা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের জন্যও ঝুঁকিপূর্ণ। নদীর তীরবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
3/5
*থেং-চুংথাং যোগাযোগ বিচ্ছিন্ন, পর্যটন দফতরের বিশেষ সতর্কতা জারি। ভূমিধসে বন্ধ থেং ও চুংথাংয়ের সঙ্গে সংযোগকারী মূল রাস্তা। প্রশাসনের তরফে পর্যটকদের অনুরোধ করা হয়েছে, তারা যেন অপ্রয়োজনীয় সফর থেকে বিরত থাকেন।
advertisement
4/5
*অবিরাম বৃষ্টি ও ধস: পাহাড়ি সৌন্দর্যে থমকে যাচ্ছে পর্যটনের গতি। প্রাকৃতিক দুর্যোগে সিকিমের সৌন্দর্য এখন অনিশ্চয়তার ছায়ায়। ঘুরতে আসা পর্যটকরা আটকে পড়েছেন বিভিন্ন এলাকায়, হোটেল ও হোমস্টেতে জল ঢুকে পড়ার খবরও মিলেছে। আবহাওয়া বিভাগের মতে, আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পর্যটকদেরও সতর্ক থাকা প্রয়োজন।
advertisement
5/5
*এই মুহূর্তে সিকিম সফরের পরিকল্পনা স্থগিত রাখা যেতে পারে, এমনটাই জানাচ্ছে প্রশাসন। আর গেলেও আবহাওয়ার বিষয়ে নজর রেখে সতর্ক থাকা দরকার। পর্যটকদের প্রতি বার্তা—এ মুহূর্তে সিকিম সফর এড়িয়ে চলুন। পাহাড়ি রাস্তা ধসের কবলে, তিস্তার ভয়াবহ রূপ আরও আতঙ্ক বাড়াচ্ছে। তবে স্থানীয় প্রশাসন এবং পরিবহণ বিভাগ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত প্রশাসন।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim Disaster: প্রবল দুর্যোগে বিধ্বস্ত সিকিম! ধস, বৃষ্টি, তিস্তার জলে ব্যাপক বিপর্যয়! সিকিম বেড়ানো আপাতত বন্ধ? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল