TRENDING:

Tennikoit Competition: দু'চোখে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন! জাতীয় স্তরের টেনিকোয়েট প্রতিযোগিতায় মালদহের ৬ খুদে, গর্বিত জেলাবাসী

Last Updated:
Tennikoit Competition: জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দৌড়, জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় একাধিকবার সাফল্য মিলেছে। এবার বিশেষ টেনিকোয়েট প্রতিযোগিতায় বাংলার হয়ে খেলার সুযোগ হল মালদহের ৬ খুদে খেলোয়াড়ের।
advertisement
1/5
দু'চোখে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন! জাতীয় স্তরের টেনিকোয়েট প্রতিযোগিতায় মালদহের ৬ খুদে
জাতীয় স্তরের টেনিকোয়েট প্রতিযোগিতায় এবার বাংলার হয়ে লড়বে মালদহের ৬ খুদে খেলোয়াড়। ৩৭ তম ন্যাশনাল সাব জুনিয়র টেনিকোয়েট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে জেলার বিভিন্ন স্কুলের ষষ্ঠ শ্রেণির ৬ জন পড়ুয়া। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
2/5
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দৌড়, জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় একাধিকবার সাফল্য মিললেও আজও একাধিক খেলার ক্ষেত্রে পিছিয়ে মালদহ। তবে এবার দৌড় বা জ্যাভলিন থ্রো নয়, বিশেষ টেনিকোয়েট প্রতিযোগিতায় বাংলার হয়ে খেলার সুযোগ হল মালদহের ৬ খুদে খেলোয়াড়ের।
advertisement
3/5
জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগে সুযোগ পেয়েছে মালদহের আভিক্সা নেপালী, আয়ুস্মিতা দাস, কোয়েল দাস। অন্যদিকে অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে সুযোগ পেয়েছে প্রিতম মন্ডল, কৌশিক সরকার, গৌরব ঘোষ। সকলেই মালদহের বিভিন্ন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রী।
advertisement
4/5
এখানেই শেষ নয়! এই খেলায় বাংলা দলের কোচ হিসেবে সুযোগ হয়েছে মালদহের কৌশিক সাহার। কৌশিক বলেন, "বাংলায় বিশেষ প্রচলন না থাকলেও গত কয়েক বছর থেকে এই খেলায় মালদহে আগ্রহ বাড়ছে। সেই আগ্রহ বাড়াতে খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।"
advertisement
5/5
তিনি আরও জানান, "কয়েক মাস আগে উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে এই খেলার সিলেকশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ৩০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সুযোগ পায় মালদহের ৬ জন খেলোয়াড়।‌ ইতিমধ্যে বাংলার হয়ে মোট ১২ জন খেলোয়াড় কেরলের উদ্দেশে পাড়ি দিয়েছে। ২২-২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে ৩৭তম ন্যাশনাল সাব জুনিয়র টেনিকোয়েট চ্যাম্পিয়নশিপ। আশা করছি, তাঁরা চ্যাম্পিয়ন হয়ে ফিরে জেলা সহ রাজ্যের নাম উজ্জ্বল করবে।" (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Tennikoit Competition: দু'চোখে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন! জাতীয় স্তরের টেনিকোয়েট প্রতিযোগিতায় মালদহের ৬ খুদে, গর্বিত জেলাবাসী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল