TRENDING:

Sikkim: ধসে ভেঙেচুরে শেষ রাস্তা! ফের বন্ধ NH-10...! পর্যটকরা পাহাড়ে উঠতে পারবেন তো? ১৭ অগাস্ট পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা

Last Updated:
Sikkim Road Closed: বন্ধ হচ্ছে সিকিম ও দার্জিলিং জেলার সঙ্গে শিলিগুড়ির একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা, জাতীয় সড়ক ১০ (NH-10)। সড়কটির নিরাপত্তা সংক্রান্ত কারণে ১৫ অগাস্ট সন্ধ্যা ছ'টা থেকে ১৭ অগাস্ট সন্ধ্যা ছ'টা পর্যন্ত এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
advertisement
1/5
ধসে ভেঙেচুরে শেষ রাস্তা! ফের বন্ধ NH-10...! পর্যটকরা পাহাড়ে উঠতে পারবেন তো? জানুন
*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: ফের বন্ধ হচ্ছে সিকিম ও দার্জিলিং জেলার সঙ্গে শিলিগুড়ির একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা, জাতীয় সড়ক ১০ (NH-10)। সড়কটির নিরাপত্তা সংক্রান্ত কারণে ১৫ অগাস্ট সন্ধ্যা ছ'টা থেকে ১৭ অগাস্ট সন্ধ্যা ছ'টা পর্যন্ত এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
advertisement
2/5
*নির্দিষ্টভাবে বন্ধ থাকবে কোরোনেশন ব্রিজ (কিমি 0.0) থেকে চিত্রে (কিমি 30.0) পর্যন্ত রাস্তার অংশ, যা সেবক থেকে রংপো যাওয়ার মূল রুট। এই সময়ের মধ্যে ছোট গাড়ি, ট্রাক, যাত্রীবাহী বাস, সব ধরনের যানবাহন নিষিদ্ধ থাকবে।
advertisement
3/5
*প্রশাসন জানিয়েছে, সড়কটিতে বর্তমানে মেরামত ও সুরক্ষা সংক্রান্ত কাজ চলছে। সেই কারণে দুর্ঘটনার আশঙ্কা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী ও পর্যটকদের আগেভাগে ভ্রমণ পরিকল্পনা করে নিতে বলা হয়েছে।
advertisement
4/5
*এদিকে, NH-10 বন্ধ হয়ে যাওয়ায় পুজোর আগে সিকিম ও উত্তরবঙ্গমুখী ভ্রমণকারী পর্যটকদেরও সমস্যায় পড়তে হবে। তবে প্রশাসনের দাবি, বিকল্প রুট হিসেবে রাজ্য সড়ক ব্যবহার করা যাবে, যদিও সেই পথ তুলনামূলকভাবে দীর্ঘ ও সময়সাপেক্ষ।
advertisement
5/5
*প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে টানা বর্ষণ ও ধসের কারণে NH-10-এ বারবার যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। সিকিম-শিলিগুড়ি যোগাযোগের একমাত্র প্রধান রুট হওয়ায় প্রত্যেকবারই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে পর্যটক, সবাই।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim: ধসে ভেঙেচুরে শেষ রাস্তা! ফের বন্ধ NH-10...! পর্যটকরা পাহাড়ে উঠতে পারবেন তো? ১৭ অগাস্ট পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল