TRENDING:

Darjeeling| Bangla News|| শিলিগুড়িতে ঘুম থেকে উঠেই 'ঘুমন্ত বুদ্ধ' দর্শন! ক্যামেরাবন্দি করতে ব্যস্ত রইল মুগ্ধ শহরবাসী

Last Updated:
Mount Kanchenjunga clearly visible: রোদ ঝলমলে আকাশ। ঘুম থেকে উঠেই ঘুমন্ত বুদ্ধ দর্শন। পাহাড়ি কোনও ভিউ পয়েন্ট থেকে নয়। শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে। ফের একবার কাঞ্চন দর্শনের সাক্ষী রইল শিলিগুড়ি।
advertisement
1/8
শিলিগুড়িতে ঘুম থেকে উঠেই 'ঘুমন্ত বুদ্ধ' দর্শন! ক্যামেরাবন্দি করতে ব্যস্ত রইল শহর
*রোদ ঝলমলে আকাশ। ঘুম থেকে উঠেই ঘুমন্ত বুদ্ধ দর্শন। পাহাড়ি কোনও ভিউ পয়েন্ট থেকে নয়। শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে। ফের একবার কাঞ্চন দর্শনের সাক্ষী রইল শিলিগুড়ি। যার টানে দেশ-বিদেশের পর্যটকেরা ছুটে আসেন পাহাড়ে।  তথ্য ও ছবি: পার্থ সরকার। 
advertisement
2/8
*আজ সমতলের শিলিগুড়ি থেকেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখা গেল একেবারে পরিস্কার। যেন হাতের মুঠোয় ধরা পড়েছে কাঞ্চনজঙ্ঘা।মর্নিং ওয়াকার থেকে কাজে বাড়ির বাইরে বের হতেই কাঞ্চন দর্শনে মুগ্ধ শহরবাসী।
advertisement
3/8
*বিজ্ঞাপনের সাইনবোর্ডের আড়ালে উঁকি মারতেই কাঞ্চনজঙ্ঘার অপরূপতায় খুশী শহরবাসী। আর তাই এই মনোরম দৃশ্য মুঠোফোনে বন্দি করতে শিলিগুড়ির দেশবন্ধু উড়ালপুলে দাঁড়িয়ে পড়েন অনেকেই। চলে দেদার ছবি তোলা। তারপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠে যায়।
advertisement
4/8
*শৈলশহর দার্জিলিং থেকেও আজ পরিষ্কার ছিল কাঞ্চনজঙ্ঘা। সাদা বরফে ঢাকা কাঞ্চন দর্শনে মুগ্ধ পর্যটকেরা। এই মূহূর্তে প্রচুর পর্যটক পাহাড়ে বেড়াতে এসেছেন। কেউ সাত-সকালে বেড়িয়ে পড়েন টাইগার হিলে সূর্যোদয় দেখতে।
advertisement
5/8
*কুয়াশার চাদর সরিয়ে টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার ফাঁজেই বাড়তি পাওনা আজ শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শন। যে ছিল তার নিজস্ব অপরূপতায় মোড়া। যেন তার টানেই পাহাড়ে বেড়াতে আসা, বলছিলেন পর্যটকেরা।
advertisement
6/8
*ম্যালের ভিউ পয়েন্ট হোক কিংবা দার্জিলিং স্টেশন-সব জায়গা থেকেই ঘুমন্ত বুদ্ধ দর্শনে মন ভাল করে দিয়েছে পর্যটকদের। কাঞ্চনের অপরূপ সৌন্দর্যের ছোঁয়ায় মন মুগ্ধ করেছে বেড়াতে আসা পর্যটকদের।
advertisement
7/8
*ঝলমলে আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘার ছবি ফ্রেমবন্দি করতেই ব্যস্ত ছিলেন পর্যটকেরা। সঙ্গে ছিল সেলফি বা গ্রুফি তোলার হিড়িক। তারপর ম্যালে চুটিয়ে আড্ডায় মজে ছিল ভ্রমনপিপাসুরা। অনির্বান বিশ্বাস ও সুপর্ণা বিশ্বাসের বলছিলেন, প্রথমবার শৈলশহরে বেড়াতে এসে কাঞ্চনের অপরূপতায় আমরা মুগ্ধ।
advertisement
8/8
*টাইগার হিল থেকেও আজ ঘুমন্ত বুদ্ধের পরশের আগে কেউ কখনও দেখেছে বলে আমাদের মনে হয় না। এ জন্যেই তো পাহাড়ে ছুটি কাটাতে আসা। কাঞ্চনজঙ্ঘার টানেই আরও কিছুদিন থাকতে চান শৈলশহরের অনেক পর্যটকই। দীপ্তিময় বর্মন নামে আর এক পর্যটক জানান, তার আগে দু'বার পাহাড়ে বেড়াতে এসে কাঞ্চনজঙ্ঘার এমন ছটা দেখতে পাইনি। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling| Bangla News|| শিলিগুড়িতে ঘুম থেকে উঠেই 'ঘুমন্ত বুদ্ধ' দর্শন! ক্যামেরাবন্দি করতে ব্যস্ত রইল মুগ্ধ শহরবাসী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল