TRENDING:

মালদহে চিন্তা বাড়াচ্ছে মহানন্দা, দুই পুরশহরে ক্ষতিগ্রস্থ ৩০০-র বেশি পরিবার

Last Updated:
ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার ৩০০-র বেশি পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন
advertisement
1/5
মালদহে চিন্তা বাড়াচ্ছে মহানন্দা, দুই পুরশহরে ক্ষতিগ্রস্থ ৩০০-র বেশি পরিবার
মালদহের চিন্তা বাড়াচ্ছে মহানন্দা। বিপদসীমার ওপর দিয়ে বইছে মহানন্দা নদী। সকালে মহানন্দার জলস্তর বেড়ে দাঁড়ায় ২১.৪৫ মিটার। যা বিপদসীমার ৪৫ সেন্টিমিটার বেশি। ইতিমধ্যেই ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার ৩০০-র বেশি পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় ও স্কুল বাড়িতে গিয়ে উঠেছেন।(Story: Sebak Deb Sarma)
advertisement
2/5
জেলার অপর দুই প্রধান নদী গঙ্গা ও ফুলহার নদীতে জল বাড়লেও এখনও বিপদসীমার নিচেই রয়েছে। এবছর আগাম বেড়েছে মহানন্দার জল। প্রতিবছর মালদহে স্থানীয় ভাবে বৃষ্টি হয় জুলাই মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এ বছর ইতিমধ্যে মালদহে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে ঠিকই। কিন্তু স্থানীয় ভাবে বৃষ্টি এখনও অনেকটাই কম।
advertisement
3/5
কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের জেলা গুলিতে ভারী বৃষ্টির কারনে মালদহে ক্রমশই বাড়ছে মহানন্দা। এর জেরে মহানন্দা নদীর তীরবর্তী দুই পুরসভা শহর ইংরেজবাজার ও পুরাতন মালদহে নদী তীরবর্তী এলাকা গুলিতে মহানন্দার জল ঢুকেছে। পুরাতন মালদহের ৮,৯ এবং ২০ নম্বর ওয়ার্ড এবং সাহাপুর পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন
advertisement
4/5
পুরাতন মালদহে ২০০-র বেশী পরিবার নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছেন। একই ভাবে ইংরেজবাজার শহরে বেশ কিছু এলাকা প্লাবিত।
advertisement
5/5
ইংরেজবাজারের ৮,৯ এবং ১২ নম্বর ওয়ার্ডের বালুরচর উত্তর ও দক্ষিন, মিশন ঘাট, জোড়া ট্যাঙ্কি এলাকা প্লাবিত হয়েছে। ইংরেজবাজারেও ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা শতাধিক।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
মালদহে চিন্তা বাড়াচ্ছে মহানন্দা, দুই পুরশহরে ক্ষতিগ্রস্থ ৩০০-র বেশি পরিবার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল