TRENDING:

Nirmala Sitharaman: রওনা দিয়েও যাওয়া হল না! মাঝপথে ভুটান সফর বাতিল করলেন নির্মলা সীতারমন, কিন্তু কেন? জানুন

Last Updated:
Nirmala Sitharaman: ভুটান সফরে যাওয়ার পথে মাঝপথেই সফর বাতিল করে দিল্লি ফিরতে হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। কিন্তু কেন মাঝপথে সফর বাতিল করলেন তিনি?
advertisement
1/5
রওনা দিয়েও যাওয়া হল না! মাঝপথে ভুটান সফর বাতিল করলেন নির্মলা সীতারমন, কিন্তু কেন? জানুন
ভুটান সফরে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার জেরে মাঝপথেই সফর বাতিল করে দিল্লি ফিরতে হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। বৃহস্পতিবার দুপুরে প্রবল ঘূর্ণাবর্ত ও ভারী বৃষ্টির কারণে তাঁর ফ্লাইটটি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
সূত্রের খবর, দিল্লি থেকে থিম্পুর উদ্দেশ্যে রওনা দেওয়া অর্থমন্ত্রীর বিমানে ওঠার কিছুক্ষণ পরই উত্তরবঙ্গের আকাশে ঘন কালো মেঘ ও প্রবল দমকা হাওয়া শুরু হয়। নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটি বাগডোগরায় নামিয়ে আনেন। বিমানবন্দর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে জরুরি প্রোটোকল চালু করে মন্ত্রী ও অন্যান্য যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন।
advertisement
3/5
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দফতর জানিয়েছে, নির্মলা সীতারমন সম্পূর্ণ নিরাপদ আছেন। তবে আবহাওয়া অনুকূল না হওয়ায় তাঁর ভুটান সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। শুক্রবার সকালে তিনি দিল্লি ফিরে যান এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
advertisement
4/5
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলছে। ঘন মেঘের কারণে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। শিলিগুড়ি, ভুটান ও উত্তর–পূর্ব ভারতের বেশ কয়েকটি রুটে ফ্লাইট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।
advertisement
5/5
নির্মলা সীতারমনের এই সফরের লক্ষ্য ছিল ভারত–ভুটান আর্থিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করা। থিম্পুতে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি হাইড্রো পাওয়ার, ডিজিটাল পেমেন্ট ও টেকসই উন্নয়ন সংক্রান্ত আলোচনাও হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সফরটি পুনর্নির্ধারণ করা হতে পারে বলে সূত্রের খবর। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Nirmala Sitharaman: রওনা দিয়েও যাওয়া হল না! মাঝপথে ভুটান সফর বাতিল করলেন নির্মলা সীতারমন, কিন্তু কেন? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল