পুজোর মুখে বিরাট মিউজিক কনসার্টের আয়োজন! মঞ্চ কাঁপাবেন কারা? অনির্বাণের 'হুলিগানিজম' কি থাকছে? শুরু টিকিট বুকিং
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Mega Concert in Siliguri: চারদিক যখন প্রস্তুতি নিচ্ছে দুর্গোৎসবের, ঠিক তখনই শিলিগুড়িবাসী উত্তরবঙ্গের সবচেয়ে বড় সঙ্গীতমঞ্চের অপেক্ষা করছেন। আগামি ২০ ও ২১ সেপ্টেম্বর দুই দিন ধরে চলবে “The One11 Music Battle Season 1।
advertisement
1/5

<strong>শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য:</strong> পুজোর ঠিক আগে শহরবাসীর জন্য আসছে এক অন্যরকম উৎসব। চারদিক যখন প্রস্তুতি নিচ্ছে দুর্গোৎসবের, ঠিক তখনই শিলিগুড়ির ইন্দিরা গান্ধী ময়দানে বসতে চলেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় সঙ্গীতমঞ্চ। আগামি ২০ ও ২১ সেপ্টেম্বর দুই দিন ধরে চলবে “The One11 Music Battle Season 1” - যা শহরের সাংস্কৃতিক ক্যালেন্ডারে এক নতুন অধ্যায় লিখতে চলেছে।
advertisement
2/5
শহরের আড্ডাখানা থেকে কলেজের ক্যান্টিন - সর্বত্রই এখন আলোচনা এই কনসার্ট নিয়ে। বুক মাই শো-তে টিকিট বুকিং শুরু হতেই ভিড় জমেছে অনলাইনে। মাত্র ১৪৯ টাকা থেকে শুরু করে ৯৯৯৯ টাকা পর্যন্ত নানা শ্রেণির টিকিট পাওয়া যাচ্ছে। উদ্যোক্তারা জানিয়েছেন, দুদিনের জন্য আলাদা টিকিট কাটতে হবে দর্শকদের। অফলাইন টিকিট শিগগিরই পাওয়া যাবে, তবে আপাতত অনলাইনে চাহিদাই সবচেয়ে বেশি।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
3/5
উদ্বোধনী দিনে জমে উঠবে শিল্পীদের মিলনমেলা। উত্তরবঙ্গের সবচেয়ে বড় আর্টিস্ট মিটআপে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যান্ড, র‍্যাপার, সিঙ্গার-সংরাইটাররা। দর্শকদের মাতাবেন জনপ্রিয় আরজে প্রবীণ, মঞ্চে আনবেন নতুন রঙ ও মজা। সেমি-ফাইনাল রাউন্ডে বিচারকের আসনে থাকবেন দ্বৈত কণ্ঠের জাদুকর শ্রী সাইরাম আয়ার, যিনি প্রতিযোগীদের মধ্য থেকে বেছে নেবেন ফাইনালিস্ট। আর দিনশেষে থাকবে ডিজে নাইট, যেখানে ডিজে তাসিয়া তাঁর বিটে মাতাবেন হাজারো দর্শককে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
4/5
দ্বিতীয় দিন সাজানো হবে পুজোর আবহে। বিশেষ সাংস্কৃতিক থিমে মঞ্চ ভরে উঠবে বাঙালির উৎসবের ছোঁয়ায়। মঞ্চ কাঁপাবেন কলকাতার কিংবদন্তি রক ব্যান্ড ক্যাকটাস, যাঁরা প্রায় তিন দশক ধরে রক সঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করেছেন। শুধু তাই নয়, সুরের মায়াজাল ছড়াবেন জনপ্রিয় ফোক ফিউশন ব্যান্ড ফকিরা, যাঁরা বাংলার মাটির গানকে নতুন আঙ্গিকে পৌঁছে দিয়েছেন শ্রোতাদের কাছে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
5/5
ইতিমধ্যেই শিলিগুড়ির তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ সঙ্গীতপ্রেমী, সবাই অপেক্ষায় কুড়ি ও একুশের। উদ্যোক্তাদের আশা, এই কনসার্ট শুধু বিনোদন নয়, বরং হবে সংগীত, সংস্কৃতি আর উৎসবের মিলনক্ষেত্র, যা পুজোর আনন্দকে আগাম শুরু করে দেবে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)