Massive Fire: দাউ দাউ করে জ্বলছে আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রেস্টুরেন্ট, জামাকাপড়ের দোকানে বিরাট ক্ষতি
- Reported by:Ricktik Bhattacharjee
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Massive Fire: শিলিগুড়ির প্রধাননগরের গুড়ুং বস্তিতে বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হল একটি রেস্টুরেন্ট। পাশের একটি জামাকাপড়ের দোকানও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
1/6

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ির প্রধাননগরের গুড়ুং বস্তিতে বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হল একটি রেস্টুরেন্ট। পাশের একটি জামাকাপড়ের দোকানও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
2/6
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি বহুতল ভবনের নিচে থাকা রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। রেস্টুরেন্টটিতে দুটি কমার্শিয়াল ও একটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো রেস্টুরেন্ট এবং পাশের দোকানে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
দমকল বিভাগের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি প্রধাননগর থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নেয়। আগুন নেভাতে সময় লাগলেও ততক্ষণে রেস্টুরেন্টটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় এবং পাশের দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
দমকল কর্মীদের অভিযোগ, রেস্টুরেন্টে কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। পাশাপাশি বেআইনিভাবে রাখা হয়েছিল ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, যা নিয়ম অনুযায়ী রেস্টুরেন্টে ব্যবহার করা নিষিদ্ধ। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ যৌথভাবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং দমকল আধিকারিক ও পুলিশের সঙ্গে কথা বলেন। তিনি জানান, 'অবৈধ গ্যাস ব্যবহার এবং অগ্নি নিরাপত্তার ঘাটতির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। প্রশাসন কড়া পদক্ষেপ নেবে।'ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
স্থানীয় বাসিন্দারা জানান, রেস্টুরেন্টটি দীর্ঘদিন ধরেই চালু ছিল, কিন্তু সেখানে কোনও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। প্রশাসনের তরফে অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াকড়ি আরোপ করা হবে বলেই মনে করা হচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য