TRENDING:

রাজ্যসভায় মৌসমের মনোনয়নে উৎসবে মাতল মালদহে তৃণমূল নেতৃত্ব

Last Updated:
মৌসমে আস্থা মমতার।
advertisement
1/4
রাজ্যসভায় মৌসমের মনোনয়নে উৎসবে মাতল মালদহে তৃণমূল নেতৃত্ব
মৌসমে আস্থা মমতার। রবিবার আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে মৌসমের নামে অনুমোদন দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের তরফে প্রথম দফায় চারজনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য নাম মৌসম বেনজির নূর।
advertisement
2/4
২০১৯-এর লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও উত্তর মালদহ আসনে হেরে যান মৌসম। গত ৪ ফেব্রুয়ারি মালদহে দলীয় কর্মীসভায় মৌসমের হার নিয়ে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেন মমতা । এরপরেই রাজ্যসভার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়াকে রাজনৈতিক পুনর্বাসন বলে মনে করছে রাজনৈতিক মহল । তবে দলনেত্রীর এই ঘোষণার পরেই চাঙ্গা মালদহের তৃণমূল শিবির । বিশেষ করে মৌসম অনুগামীরা।
advertisement
3/4
এই প্রথম জেলা থেকে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব। রবিবার মমতার ঘোষণার পরেই মালদহ শহরের স্টেশন রোডে মৌসুম নূরের দলীয় কার্যালয়ে উৎসবে মাতেন অনুগামীরা । তাঁদের দাবি, দলবদল করে কোনও ভুল করেননি মৌসম । মমতার এদিনের ঘোষণা স্পষ্ট দলনেত্রীর কাছে কতটা ভরসার মৌসম।
advertisement
4/4
এদিকে নেত্রী রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনয়ন দেওয়ায় খুশি মৌসম বেনজির নূর। তিনি বলেন, ‘‘বিশ্ব নারী দিবসে এটা একটা বড় সম্মান। এর আগে লোকসভা ভোটে হেরে গিয়ে ধাক্কা খেয়েছিলাম । কিন্তু জানতাম নেত্রী ভালোবাসেন । নেত্রী ফের সংসদে যাওয়ার সুযোগ করে দিলেন । আমি কৃতজ্ঞ। আগামী দিনে পুরসভা ভোটে এবং বিধানসভা ভোটে ভালো ফল করার চেষ্টা করব । জেলা সভাপতির পাশাপাশি সংসদ হিসেবে আমার দায়িত্ব আরো বাড়ল।’’ মৌসম প্রতিক্রিয়ায় এদিন আরও বলেন, ‘‘রাজ্যসভায় মালদহের নদী ভাঙ্গন সমস্যা, রেলের নতুন কিছু স্টপেজের দাবি জানাব।’’ এদিন বিকেল থেকেই মৌসুম নূর এর অফিসে ফুল , মালা তাঁকে বরণ করেন অনুগামীরা। চলে মিষ্টিমুখ । তবে জেলার নেতাদের কাউকেই সেভাবে চোখে পড়েনি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
রাজ্যসভায় মৌসমের মনোনয়নে উৎসবে মাতল মালদহে তৃণমূল নেতৃত্ব
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল