Train Cancel: মালদহ ডিভিশনে বাতিল প্রচুর ট্রেন, নিয়ন্ত্রিত একাধিক ট্রেনের যাত্রাপথ! উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন ঠিকঠাক চলবে তো? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Train Cancel: ৭ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মধ্যবর্তী রাত্রে জামালপুর-রতনপুর শাখায় ও জামালপুর-কিউল শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। ফলে একাধিক ট্রেন চলাচলের ক্ষেত্রে সময় পুননির্ধারণ ও দেরিতে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে মালদহ ডিভিশন রেল কর্তৃপক্ষ।
advertisement
1/5

*মালদহ ডিভিশনে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য বাতিল ও নিয়ন্ত্রণ একাধিক ট্রেন। পূর্ব রেলের মালদহ ডিভিশনের জামালপুর ও রতনপুর স্টেশনের মধ্যে রোড ওভার ব্রিজ গার্ডেন স্থাপন এবং ধরহরা, ধনৌরী ও জামালপুর স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য একাধিক ট্রেন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা হয়েছে।
advertisement
2/5
*পুননির্ধারণ করা হয়েছে একাধিক ট্রেন। আগামী ৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ চলাকালীন বাতিল করা হয়েছে ট্রেন নম্বর ৭৩৪২৫ ও ৭৩৪২৬ জামালপুর-কিউল-জামালপুর ডিইএমইউ প্যাসেঞ্জার। আগামী ০৭.১২.২০২৫ ও ২১.১২.২০২৫ বাতিল থাকবে এই ট্রেন।
advertisement
3/5
*আগামী ৭ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মধ্যবর্তী রাতে জামালপুর-রতনপুর শাখায় ও জামালপুর-কিউল শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে একাধিক ট্রেন চলাচলের ক্ষেত্রে সময় পুননির্ধারণ ও দেরিতে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে মালদহ ডিভিশন রেল কর্তৃপক্ষ।
advertisement
4/5
*সময় পুননির্ধারণ করা হয়েছে ট্রেন নম্বর ৭৩৪৩৫ ভাগলপুর-জামালপুর প্যাসেঞ্জার। আগামী ৯, ১০, ১২, ১৩ তারিখ পর্যন্ত ৭৫ মিনিট দেরিতে চলবে এবং ১৪ তারিখ ৩০ মিনিট দেরিতে চলবে ট্রেন নম্বর ৭৩৪৩৫ ভাগলপুর-জামালপুর প্যাসেঞ্জার ট্রেন।
advertisement
5/5
*পাশাপাশি কাজ চলাকালীন নিয়ন্ত্রণ করা হবে হাওড়া ১৩০৩১, বালুরঘাট-ভাটিণ্ডা ফারাক্কা এক্সপ্রেস ১৫৭৪৩, মালদহ টাউন-পটনা এক্সপ্রেস ১৩৪১৫, জয়নগর-ভাগলপুর এক্সপ্রেস ১৫৫৫৪, ইত্যাদি ট্রেনগুলো গড়ে এক ঘণ্টা দেরিতে চলাচল করবে বলে জানিয়েছে পূর্ব রেলের মালদহ ডিভিশন।