Onion Price: ৩০-৪০ নয়, মাত্র ২ টাকায় মিলছে পেঁয়াজ, সকাল থেকে ক্রেতাদের উপচে পড়া ভিড় মালদহে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda Onion Price: খোলা বাজারেই জলের দরে মিলছে পেঁয়াজ। মালদহে ২ টাকা থেকে ১০ টাকা কেজি দরে মিলছে পেঁয়াজ। মালদহের ইংরেজবাজার ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর স্থলবন্দর এলাকায় এমনই ছবি দেখা গেল শুক্রবার
advertisement
1/5

খোলা বাজারেই জলের দরে মিলছে পেঁয়াজ। মালদহে ২ টাকা থেকে ১০ টাকা কেজি দরে মিলছে পেঁয়াজ। মালদহের ইংরেজবাজার ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর স্থলবন্দর এলাকায় এমনই ছবি দেখা গেল শুক্রবার।
advertisement
2/5
কী করে এত কম দাম পেঁয়াজের? নেপথ্যে রয়েছে বড় কারণ। মালদহের মহদীপুর সীমান্ত দিয়ে ট্রাকে করে নিয়মিত বাংলাদেশে রফতানি হয় পেঁয়াজ। বেশি লাভের আশায় এপার বাংলার উৎপাদিত পেঁয়াজ বাংলাদেশে রফতানি করে থাকেন মালদহ জেলা-সহ এপার বাংলার ব্যবসায়ীরা।
advertisement
3/5
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আগে বাংলাদেশে পেঁয়াজ রফতানি হত। তাই সীমান্তবর্তী এই এলাকায় মজুত রাখা হত পেঁয়াজ। কিন্তু এ'বছর বাংলাদেশ সরকার ঠিক করেছে এদেশের থেকে পেঁয়াজ নেবে না। তাই বাড়তি পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আগেই কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে।
advertisement
4/5
এলাকাতেই খোলা বাজারে ২ টাকা থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ৫০ কেজির একটি পেঁয়াজের বস্তা ১০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী সাজিরুল শেখ জানান, "বাংলাদেশে রফতানির জন্য সীমান্তবর্তী এই এলাকার গুদামে মজুত করে রাখা হয়েছিল পেঁয়াজ। এদিকে বাংলাদেশ সরকার ঠিক করেছে এদেশ থেকে পেঁয়াজ নেবে না। কাজেই ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাই লোকসান করেই জলে দরে বিক্রি করা হচ্ছে পেঁয়াজ।
advertisement
5/5
ব্যবসায়ীদের দাবি, ভারতের কেন্দ্রীয় সরকার এই সমস্যায় হস্তক্ষেপ করুক। বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্য আলোচনা করে রফতানি সমস্যা সমাধানের দাবি জানান ব্যবসায়ীরা। কেন্দ্র সরকারকে তাঁদের পরিস্থিতির কথা জানিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন ব্যবসায়ীরা।