TRENDING:

Toto Driver Honesty: টোটো চালক হন্যে হয়ে খুঁজছিলেন ব্যাগ হারানো যাত্রীকে, সততা দেখে মুগ্ধ পুলিশও! পেলেন পুরস্কার

Last Updated:
Maldah Toto Driver Honesty: টোটোয় চেপে মোবাইল, সোনা হারিয়েছিলেন মহিলা যাত্রী। সঙ্গে সঙ্গে দ্বারস্থ হন পুলিশের। অন্যদিকে টোটোচালক সততার নজির গড়ে ফিরিয়ে দিয়েছেন সব।
advertisement
1/5
সোনা, মোবাইল সহ হারানো ব্যাগ ফিরিয়ে 'হিরো' টোটোচালক, সততা দেখে মুগ্ধ পুলিশও
যাত্রা পথে হারিয়ে ছিলেন সোনা, নগদ টাকা সহ মোবাইল। সোনার অলংকার, টাকা ও মোবাইল ভর্তি মানিব্যাগ হারিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন মহিলা। অবশেষে টোটো চালক ও পুলিশি প্রচেষ্টায় হারানো সামগ্রী ফেরত পেলেন মহিলা যাত্রী। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
জানা গিয়েছে, হারিয়ে যাওয়া সামগ্রীর মালিকের নাম‌ বৃষ্টি দত্ত, বাড়ি পুরাতন মালদহের বাচামারী এলাকার। জানা যায় ওই মহিলা একটি টোটোতে করে এদিন পুরাতন মালদহের বাচামারি থেকে সাহাপুরের দিকে যাচ্ছিলেন। যাত্রা করার সময় তাঁর মানিব্যাগটি হারিয়ে ফেলেন তিনি।
advertisement
3/5
মানিব্যাগের মধ্যে সোনার অলঙ্কার, নগদ টাকা, একটি মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল বলে দাবি মহিলার। এরপর মানিব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে মালদহ থানায় খবর দেন। পুলিশ দ্রুত তদন্ত ও অনুসন্ধান শুরু করে।
advertisement
4/5
যদিও পুলিশী তৎপরতায় হারিয়ে যাওয়া সামগ্রীর খোঁজ মেলে। এরপর পুলিশ খবর পায়, যাত্রাকারী মহিলা মালদহের সুজাপুর এলাকার বাসিন্দা সুবির হোসেনের (৩০) টোটোতে তাঁর মানিব্যাগ সামগ্রী ফেলে গিয়েছেন। সামগ্রী নিজের হেফাজতে রেখে হারিয়ে যাওয়া মানিব্যাগের মালিকের খোঁজে তল্লাশি করেন। সামগ্রী ফেরত দেওয়ার জন্য মহিলাটিকে খোঁজাখুঁজি করছেন।
advertisement
5/5
পুলিশ জানায়, যখন পুলিশ ওই টোটো চালকের সঙ্গে যোগাযোগ করে, তখন ওই টোটো চালক সুবির হোসেন সম্পূর্ণ সহযোগিতা করেন এবং পুরো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সাহায্য করেন, যাতে মানিব্যাগটি সুরক্ষিতভাবে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া যায়। এরপর মালদহ থানার পুলিশ উদ্ধার হওয়া মানিব্যাগ ও সামগ্রীগুলি যথাযথ নিয়ম মেনে মালিক বৃষ্টি দত্তের হাতে তুলে দেন। পাশাপাশি সহযোগিতার জন্য পুরস্কৃত করা হয় ওই টোটো চালককে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Toto Driver Honesty: টোটো চালক হন্যে হয়ে খুঁজছিলেন ব্যাগ হারানো যাত্রীকে, সততা দেখে মুগ্ধ পুলিশও! পেলেন পুরস্কার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল