Plantation: একটি গাছ মায়ের নামে! লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচি মালদহ রেলের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Plantation: একটি গাছ মায়ের নামে। এই কর্মসূচিকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি মালদহ রেলওয়ে ডিভিশনে। সবুজায়নে অভিনব এই পরিকল্পনা। আনুষ্ঠানিক ভাবে শুরু করা হল বৃক্ষরোপণ কর্মসূচি।
advertisement
1/5

মালদহ: একটি গাছ মায়ের নামে। এই কর্মসূচিকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি মালদহ রেলওয়ে ডিভিশনে। সবুজায়নে অভিনব এই পরিকল্পনা। এদিন অনুষ্ঠানিক ভাবে শুরু করা হল বৃক্ষরোপন কর্মসূচি।
advertisement
2/5
মালদহ রেলওয়ে ডিভিশন ম্যানেজার মনিশ কুমার গুপ্তা একটি গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন। মালদহ রেল ডিভিশনের লক্ষণ সেন স্টেডিয়ামে এদিন এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
advertisement
3/5
ডিভিশনাল ম্যানেজার মনিশ কুমার গুপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কর্তা আধিকারিকেরা। এদিন লক্ষণ সেন স্টেডিয়াম চত্বরে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
advertisement
4/5
মালদহ রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার বলেন, গাছকে আমরা মাতৃরূপে দেখি। তাই একটি গাছ মায়ের নামে রোপন করা হচ্ছে। আগামীতে মালদহ রেল ডিভিশনের বিভিন্ন প্রান্তে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে।
advertisement
5/5
মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় এক লক্ষ তিন হাজার চারা গাছ রোপন করা হবে এই কর্মসূচির মাধ্যমে। মালদহ টাউন স্টেশন সহ ডিভিশনের প্রায় সমস্ত রেলস্টেশন গুলিতে বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে।