TRENDING:

নার্সিং ট্রেনিং সেন্টার থেকে আধুনিক শৌচালয়, পাল্টে যাবে রাজ্যের 'এই' মেডিক্যাল কলেজ হাসপাতালের চেহারা! একগুচ্ছ উদ্যোগ পৌরসভার

Last Updated:
Malda Medical College Hospital: রোগী ও রোগীর পরিজনদের সুবিধার্থে আধুনিক শৌচালয় ও পরিশ্রুত পানীয় জলের জলাধার তৈরি সহ পৌরসভার তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
1/6
পাল্টে যাবে রাজ্যের 'এই' মেডিক্যাল কলেজ হাসপাতালের চেহারা! একগুচ্ছ উদ্যোগ পৌরসভার
স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে এবারে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢালাও উন্নয়নের পরিকল্পনা ইংরেজবাজার পৌরসভার। নার্সিং ট্রেনিং সেন্টার, হস্টেল, পরিশ্রুত পানীয় জলাধার, ড্রেন ও রাস্তা তৈরির পরিকল্পনা করা হয়েছে। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
2/6
রোগী ও রোগীর পরিজনদের সুবিধার্থে আধুনিক শৌচালয় ও পরিশ্রুত পানীয় জলের জলাধার তৈরি সহ পৌরসভার তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন পরিকল্পনার খুঁটিনাটি যাচাই করতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উপস্থিত হন পৌরসভা ও জেলা স্বাস্থ্য আধিকারিকরা।
advertisement
3/6
পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, "শুধু জেলা নয়, ভিনজেলা সহ পার্শ্ববর্তী রাজ্য থেকে প্রচুর পরিমাণে রোগী এই হাসপাতালে আসেন। স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একাধিক পরিকাঠামো থাকলেও হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের জন্য এখনও একাধিক পরিকাঠামোর অভাব রয়েছে। তাই হাসপাতাল চত্বর আরও উন্নত করতে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হয়েছে।"
advertisement
4/6
তিনি আরও জানান, "হাসপাতাল কর্তৃপক্ষের দীর্ঘদিনের দাবি ছিল নার্সিং ট্রেনিং সেন্টার ও আবাসিক ভবনের। সেই দাবি মেনে সেই সমস্ত পরিকাঠামো উন্নত করা হবে। পাশাপাশি হাসপাতাল চত্বরে যাতে নিকাশি ব্যবস্থা ঠিক থাকে এবং রোগীদের সুবিধার্থে আধুনিক শৌচালয় ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে।"
advertisement
5/6
জেলা, ভিনজেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, বিহার থেকেও বহু রোগী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে রোগী এবং রোগীর পরিজনদের হয়রানির মধ্যে পড়তে হয়। একাধিক পরিকাঠামো থাকলেও প্রতিনিয়ত ভিড় বাড়ায় টানাপড়েনের সম্মুখীন হন রোগীর পরিজনেরা।
advertisement
6/6
তাই এবার তাঁদের সুবিধার্থে আধুনিক শৌচালয় ও পরিশ্রুত পানীয় জলের জলাধার সহ একাধিক পরিকাঠামো উন্নত করা হবে বলে জানান স্বাস্থ্য আধিকারিক ও পৌরসভার চেয়ারম্যান। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
নার্সিং ট্রেনিং সেন্টার থেকে আধুনিক শৌচালয়, পাল্টে যাবে রাজ্যের 'এই' মেডিক্যাল কলেজ হাসপাতালের চেহারা! একগুচ্ছ উদ্যোগ পৌরসভার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল