TRENDING:

তিন পুরুষের লড়াই… অবশেষে জমি কিনে রাস্তা! কিন্তু শেষমেষ বাধা এক মালিক

Last Updated:
আর‌ও কিছুটা জমির প্রয়োজন। কিন্তু জমির মালিক বিক্রি করতে রাজি হচ্ছেন না। সেখানেই আটকে স্বপ্নের রাস্তা।
advertisement
1/9
চাঁদা তুলে জমি কিনলেন গ্রামবাসীরা! তবুও হল না রাস্তা, বাধা একজন
গ্রামের একমাত্র রাস্তার জন্য এতদিন ধরে বাধা হয়ে দাঁড়িয়েছিল চাষের জমি। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও রাস্তার জন্য মেলেনি সমাধান। অন্যের চাষের জমি হয়ে যাতায়াত করতে হত গ্রামবাসীদের। তবে এবারে নিজেরা বিকল্প পথ খুঁজে বের করলেন গ্রামবাসীরা। চাষিদের কাছে চাষ জমি কিনে রাস্তার তৈরির পরিকল্পনা নিলেন গ্রামবাসীরা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/9
আজও গ্রামের বাসিন্দারা চাষের জমির আলপথ ধরে চলাচল করছেন।‌ রাস্তার জন্য লড়াই কয়েক পুরুষ ধরেই চালিয়ে গিয়েছেন গ্রামের মহিলা পুরুষ সকলেই। অবশেষে প্রশাসনের ওপর আস্থা হারিয়ে নিজেরা গ্রামের রাস্তার জন্য জমি কিনলেন গ্রামের নামে। গ্রামের সকলেই নিজের সামর্থ্য মত চাঁদা দিয়ে প্রায় ১০০ মিটার জমি কিনে রাস্তা করেছেন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/9
কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি। কারণ প্রায় ৩০ মিটার জায়গা আরও প্রয়োজন। সেই জমির মালিক কোন মতেই বিক্রি করতে রাজি নন তার জমি। তাতেই গ্রামবাসীদের স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ৩০ মিটার ওই জমি। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/9
মালদহের হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের রঞ্জিতপুর কবিরাজপাড়া গ্রাম। পাশের গ্রাম গান্ধিনগর পর্যন্ত রাস্তা রয়েছে। তারপর প্রায় দেড়শো মিটার চাষের জমি। তারপরের গ্রাম কবিরাজ পাড়া। পাশাপাশি দুটি পাড়া নিয়ে এই আদিবাসী অধ্যুষিত গ্রাম। গ্রামে প্রায় ৩০০ পরিবারের বসবাস। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/9
এক গ্রামবাসী শ্যামল হাঁসদা বলেন, "আমরা রাস্তার জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি। অবশেষে আমরা বাসিন্দারা চাঁদা তুলে জমি কিনে কিছুটা রাস্তা করতে পেরেছি। তবে আর‌ও কিছুটা জমির প্রয়োজন। কিন্তু জমির মালিক বিক্রি করতে রাজি হচ্ছে না। আমরা প্রশাসনের দারস্থ হয়েছি। কিন্তু এখনও সমস্যার কোনও সুরাহা হয়নি।‌" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/9
গ্রামবাসীরা আরও জানান, মোট তিন কাঠা জমি কেনা হয়েছে। চওড়া ছয় ফিট ও লম্বা প্রায় একশো মিটার। আরও প্রায় ৩০ মিটার জমি পেলেই পার্শ্ববর্তী গ্রামের রাস্তার সঙ্গে জুড়ে যাবে এই রাস্তাটি। যার ফলে সমস্ত জায়গায় যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে এই গ্রামের বাসিন্দাদের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
7/9
প্রাক্তন পঞ্চায়েত সদস্য জ্যোৎস্না সরেন বলেন, আমি পঞ্চায়েত সদস্য থাকাকালীন গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে কিছুটা রাস্তা কিনেছি নিজেরা চাঁদা তুলে। তবে সমস্যা থেকেই গিয়েছে। কারণ এক ব্যক্তি জমি বিক্রি করতে রাজি হচ্ছেন না। আমরা প্রশাসনের কাছে বহুবার বিষয়টি জানিয়েছি। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
8/9
যদিও গ্রামের এই সমস্যার কথা স্বীকার করেছেন শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান পাণ্ডব সিংহ। তাঁর বক্তব্য আমি নিজে গ্রামবাসীদের জমি কেনার সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। তবে একজন জমির মালিক কোনওমতেই জমি বিক্রি করতে চাইছেন না। তাকে বোঝানোর চেষ্টা করেছি। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করা হয়েছে এই বিষয়ে। প্রয়োজন পড়লে ঘুর পথে রাস্তার ব্যবস্থা করা হবে। এই বিষয়ে প্রশাসনের কর্তাদেরও জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান পান্ডব সিংহ। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
9/9
গ্রামে রাস্তা না থাকায় উন্নয়ন থেকে অনেকটাই বঞ্চিত মালদহের হবিবপুরের কবিরাজপাড়া গ্রাম। গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য সমস্ত রকম কাজের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। এমনকি কেউ অসুস্থ হয়ে পড়লে গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশ না করায় খাটিয়ায় করে নিয়ে যেতে হয় হাসপাতালে। এমন অবস্থায় রাস্তা কেনার পরেও গ্রামবাসীদের এই দুর্দশা ভাবাচ্ছে সকলকে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
তিন পুরুষের লড়াই… অবশেষে জমি কিনে রাস্তা! কিন্তু শেষমেষ বাধা এক মালিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল