Malda News: বাংলা জয়ের পর এবার জাতীয় স্তরে স্বীকৃতি! কৃষকের মেয়ের দুরন্ত সাফল্য, মালদহ জেলা জুড়ে খুশির হাওয়া
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Malda News: তিরন্দাজিতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর এবার জাতীয় স্তরে ব্রোঞ্জ জয় মালদহের মন্দিরা রাজবংশীর। কৃষকের মেয়ের এমন সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে।
advertisement
1/5

একের পর এক সাফল্যের নজির গড়লেন মালদহের তিরন্দাজ মন্দিরা রাজবংশী। তিরন্দাজিতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর এবার জাতীয় স্তরে ব্রোঞ্জ জয় মালদহের মন্দিরা রাজবংশীর। মালদহের কৃষকের মেয়ের এমন সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
তেলঙ্গানার হায়দরাবাদে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের ২১'তম এনটিপিসি সিনিয়র ইন্ডিয়ান রাউন্ড এবং সিনিয়র কম্পাউন্ড রাউন্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। যেখানে বাংলার হয়ে তিরন্দাজ প্রতিযোগিতার কম্পাউন্ড রাউন্ডে অংশগ্রহণ করেন মালদহের পুরাতন মালদহ ব্লকের ৮ মাইল পীরগাই গ্রামের মেয়ে মন্দিরা রাজবংশী।
advertisement
3/5
৫০ মিটার দূরত্ব থেকে তীর ধনুক ছুড়ে তৃতীয় স্থান অধিকার করেন মন্দিরা রাজবংশী। যেখানে তাঁর স্কোর হয় ৭০১। ব্রোঞ্জ জয়ী মন্দিরা রাজবংশী জানান, "আশা করেছিলাম প্রথম হব। তবে লড়াইটা একটু কঠিন ছিল তবুও তৃতীয় স্থান করতে পেরেছি। রাজ্যের জন্য ব্রোঞ্জ আনতে পেরে খুব ভাল লাগছে।"
advertisement
4/5
বর্তমানে মন্দিরা রাজবংশী অসম রাইফেলসে সেনা হিসাবে কর্মরত। এই খেলা থেকেই তার সুযোগ হয় চাকরির। স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ার সময় স্থানীয় কোচ শ্রীমন্ত চৌধুরীর কাছে তিরন্দাজ প্রশিক্ষণ নিত মন্দিরা। ২০১৯ সালে জাতীয় স্তরে খেলে স্বর্ণপদক এবং গত বছর অল ইন্ডিয়া পুলিশ মিটে রুপো এনেছেন তিনি।
advertisement
5/5
কোচ শ্রীমন্ত চৌধুরী জানান, "এর আগেও একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন মন্দিরে। জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল এবং অল ইন্ডিয়া পুলিশ মিটে সিলভার এনেছেন। ফলাফলটা আরও ভাল হতে পারত। তবে বর্তমানে প্রতিযোগী বাড়ায় লড়াইটা একটু কঠিন হয়েছে। তবে বাংলার জন্য ব্রোঞ্জ এনেছেন তাঁর এমন সাফল্যে দেখে খুব ভাল লাগছে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)