Child Missing: ৫ দিন ধরে নিখোঁজ ৫ বছরের শিশু! বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে গায়েব, তল্লাশিতে মাঠে নামল পুলিশ কুকুর
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Malda Child Missing: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার পাঁচ বছরের ওই শিশুকন্যা জমি থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এখনও শিশুটির কোনরকম খোঁজ পাওয়া যায়নি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যেরা।
advertisement
1/5

পাঁচদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ৫ বছরের শিশুকন্যার হদিশ পেতে এবার মাঠে নামল পুলিশের ডগ স্কোয়াড টিম। শিশুর খোঁজে পুলিশ কুকুর দিয়ে গ্রাম সহ আশেপাশের জমি, বাগান, পুকুর পাড় সহ বিভিন্ন এলাকায় তন্নতন্ন করে তল্লাশি অভিযান চালান হল। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
2/5
মঙ্গলবার সাতসকালে মালদহের মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের লীলারামটোলা এলাকায় এমনই ছবি দেখা গেল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার লীলারামটোলার বাসিন্দা, পেশায় কৃষক মনোজ মণ্ডলের পাঁচ বছরের শিশুকন্যা ঋষিকা মণ্ডল জমি থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
advertisement
3/5
পরিবারের সদস্যেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও হদিশ পায়নি। ওইদিনই মোথাবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর পুলিশ পরপর দু'দিন গোটা গ্রাম সহ আশেপাশের সমস্ত এলাকায় কার্যত চিরুনি তল্লাশি চালায়। সেই সঙ্গে তদন্ত জারি রাখে।
advertisement
4/5
এখনও অবশ্য শিশুটির কোনরকম খোঁজ পাওয়া যায়নি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যেরা। এই পরিস্থিতিতে ছোট্ট ঋষিকার হদিশ পেতে এদিন সাতসকালে লীলারামটোলায় পৌঁছে যায় পুলিশের ডগ স্কোয়াড টিম।
advertisement
5/5
মুর্শিদাবাদ থেকে ডগ স্কোয়াডের টিম এসে মোথাবাড়ি থানার পুলিশকে সঙ্গে করে এলাকার আনাচে-কানাচে তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ শিশুর খোঁজে গ্রাম সহ আশেপাশের সমস্ত জমি, বাগান, পুকুর সহ বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি অভিযান জারি রয়েছে। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)