খেতে নয়, মাছ বাঁচাতে হলং নদীর পাড়ে উৎসব! রয়েছে পাহাড়ি মাছ চিনে নেওয়ার বড় সুযোগ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া হলং নদীকে পুজো করেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ সাহা।
advertisement
1/5

<strong>মাদারিহাট,অনন‍্যা দে:</strong> নদী সংরক্ষণের পাশাপাশি নদীর মাছ রক্ষার উদ্দেশ্যে নদী মঙ্গল উৎসব শুরু হয়েছে মাদারিহাটে। জলদাপাড়া জাতীয় উদ্যানের লাগোয়া হলং নদীতে চলছে এই উৎসব। নদী এবং নদীয়ালি মাছ বাঁচিয়ে রাখা এই উৎসবের প্রধান উদ্দেশ্য।
advertisement
2/5
এই উৎসবের অঙ্গ এলং বোরোলি উৎসব। যার জন্য এই ভরা বর্ষাতেও জলদাপাড়া জঙ্গলে ভিড় জমিয়েছেন পর্যটকরা। এলং, বোরোলি সহ নদীর অন্যান্য মাছের সঙ্গে পরিচিত হবেন পর্যটকরা। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
advertisement
3/5
নদী মঙ্গল উৎসব উত্তরবঙ্গে এই প্রথম আয়োজন হয়েছে বলে জানালেন পরিবেশপ্রেমী সোম্যজিৎ দত্ত। এদিন জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া হলং নদীকে পুজো করেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ সাহা। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
advertisement
4/5
এই উৎসবের সূচনা এরপর হয়। বিশ্বজিৎ সাহা জানান, "নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। নদীর মাছ যাতে মেরে ফেলার প্রয়াস না হয়, সেদিকে আমজনতাকে নজর রাখতে হবে। নদীয়ালি মাছ উত্তরবঙ্গের অন্যতম সম্পদ। এই উৎসবের মাধ্যমে জনসচেতনা গড়ে তুলছি আমরা।" <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে) </strong>
advertisement
5/5
পর্যটকদের নদীর মাছ সম্পর্কে পরিচিতি গড়ে তোলার জন‍্য রাইখড়, গুতোম, বোরোলি, ট‍্যাংরা, এলং মাছ নদী থেকে এনে সাজিয়ে রাখা হয়েছে পরিবেশপ্রেমীদের তরফে। জলদাপাড়া জাতীয় উদ‍্যান সংলগ্ন হলং, তোর্ষা, শিসামারা নদী ঘুরে দেখানোর ব‍্যবস্থা করা হয়েছে। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>