TRENDING:

খেতে নয়, মাছ বাঁচাতে হলং নদীর পাড়ে উৎসব! রয়েছে পাহাড়ি মাছ চিনে নেওয়ার বড় সুযোগ

Last Updated:
জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া হলং নদীকে পুজো করেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ সাহা।
advertisement
1/5
রুই-কাতলা তো চেনেন! এখানে রয়েছে পাহাড়ি মাছ চেনার সুযোগ
<strong>মাদারিহাট,অনন&#x200d;্যা দে:</strong> নদী সংরক্ষণের পাশাপাশি নদীর মাছ রক্ষার উদ্দেশ্যে নদী মঙ্গল উৎসব শুরু হয়েছে মাদারিহাটে। জলদাপাড়া জাতীয় উদ্যানের লাগোয়া হলং নদীতে চলছে এই উৎসব। নদী এবং নদীয়ালি মাছ বাঁচিয়ে রাখা এই উৎসবের প্রধান উদ্দেশ্য।
advertisement
2/5
এই উৎসবের অঙ্গ এলং বোরোলি উৎসব। যার জন্য এই ভরা বর্ষাতেও জলদাপাড়া জঙ্গলে ভিড় জমিয়েছেন পর্যটকরা। এলং, বোরোলি সহ নদীর অন্যান্য মাছের সঙ্গে পরিচিত হবেন পর্যটকরা। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
advertisement
3/5
নদী মঙ্গল উৎসব উত্তরবঙ্গে এই প্রথম আয়োজন হয়েছে বলে জানালেন পরিবেশপ্রেমী সোম্যজিৎ দত্ত। এদিন জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া হলং নদীকে পুজো করেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ সাহা। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
advertisement
4/5
এই উৎসবের সূচনা এরপর হয়। বিশ্বজিৎ সাহা জানান, "নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। নদীর মাছ যাতে মেরে ফেলার প্রয়াস না হয়, সেদিকে আমজনতাকে নজর রাখতে হবে। নদীয়ালি মাছ উত্তরবঙ্গের অন্যতম সম্পদ। এই উৎসবের মাধ্যমে জনসচেতনা গড়ে তুলছি আমরা।" <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে) </strong>
advertisement
5/5
পর্যটকদের নদীর মাছ সম্পর্কে পরিচিতি গড়ে তোলার জন&#x200d;্য রাইখড়, গুতোম, বোরোলি, ট&#x200d;্যাংরা, এলং মাছ নদী থেকে এনে সাজিয়ে রাখা হয়েছে পরিবেশপ্রেমীদের তরফে। জলদাপাড়া জাতীয় উদ&#x200d;্যান সংলগ্ন হলং, তোর্ষা, শিসামারা নদী ঘুরে দেখানোর ব&#x200d;্যবস্থা করা হয়েছে। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
খেতে নয়, মাছ বাঁচাতে হলং নদীর পাড়ে উৎসব! রয়েছে পাহাড়ি মাছ চিনে নেওয়ার বড় সুযোগ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল