Madanmohan Dev: এই বিশেষ দিনে মন্দির থেকে বেরিয়ে থাকেন মদনমোহন! জেলায় দোলের উৎসব সূচনা হয় তাঁকে ঘিরে
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Madanmohan Dev: কোচবিহারের যেকোনও উৎসবের সূচনার শুভ আরম্ভ করা হয় মদনমোহন দেবকে দিয়ে। দোল পূর্ণিমার সময় মদনমোহন দেবকে ঘিরেও বিশেষ নিয়ম ও পুজোর রীতির আয়োজন করা হয়।
advertisement
1/8

কোচবিহার জেলার প্রত্যেকটি মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন। কোচবিহারের যেকোনও উৎসবের সূচনার শুভ আরম্ভ করা হয় মদনমোহন দেবকে দিয়েই।
advertisement
2/8
দোল পূর্ণিমার সময় মদনমোহন দেবকে ঘিরেও বিশেষ নিয়ম ও পুজোর রীতির আয়োজন করা হয়। এছাড়া মন্দির থেকে বাইরে বের করা হয়ে মদনমোহন দেবকে।
advertisement
3/8
এই পুজোর নিয়মে খড়ের ঘর তৈরি করা হয় কোচবিহার রাসমেলা ময়দানে। সেখানেই নিয়ে আসা হয় মদনমোহন দেবকে। তারপর সেখানেই করা হয় বিশেষ পুজো ও যজ্ঞ।
advertisement
4/8
পুজোর শেষে কোচবিহারের দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি এবং কোচবিহার মহারাজার প্রতিনিধি দুয়ার বক্সি সর্বপ্রথম রং দেন মদনমোহন দেবের গায়ে।
advertisement
5/8
রাস মেলা ময়দানে ভিড় জমানো মানুষদের দেখতে পাওয়া যায় আবির খেলায় মেতে উঠতে। সকল মানুষ মদনমোহন দেবের উপলক্ষে রং ছুঁড়তে শুরু করেন।
advertisement
6/8
মূলত দোল পূর্ণিমা উপলক্ষেই এই বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই পুজোর মাধ্যমে দোল পূর্ণিমার শুভ আরম্ভ করা হয় কোচবিহার জেলায়।
advertisement
7/8
রাজ আমল থেকেই এই বিশেষ পুজো ও প্রথা চলে আসছে কোচবিহার মদনমোহনকে কেন্দ্র করে। তখন কোচবিহারের রাজাদের দ্বারা পরিচালনা করা হত সম্পূর্ন বিষয়টি।
advertisement
8/8
এই দিনের এই পুজোর মাধ্যমেই জেলার বুকে দোল উৎসবের সূচনা করা হয়। তারপরেই কোচবিহারের মানুষেরা মেতে ওঠেন দোলের পূণ্য উৎসবে।