TRENDING:

LPG Cylinder Weight Mystery: সিলিন্ডার ওজন করতে গিয়ে তো থ! ভিতরে ভরা গ্যাস নয়, এ কী কাণ্ড

Last Updated:
LPG Cylinder Weight Mystery: সিলিন্ডার ওজন করতে গিয়ে চক্ষু চরক গাছ আধিকারিকদের! গ্যাসের পরিবর্তে জল
advertisement
1/5
LPG Cylinder Weight Mystery:সিলিন্ডার ওজন করতে গিয়ে তো থ! ভিতরে ভরা গ্যাস নয়, এ কী কাণ্ড
দক্ষিণ দিনাজপুর : গ্যাসের দাম বেড়ে যাওয়ায় কার্যত ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে। এই আবহে সিলিন্ডার থেকে বেরিয়ে আসছে জল। তারপর আবার প্রত্যেক সিলিন্ডারে ২০০- ৪০০ গ্রাম কম গ্যাস। প্লান্ট থেকে আসা সিলিন্ডারেও যেমন ওজন কম পাওয়া গিয়েছে, তেমনি গোডাউনেও কম ওজন পাওয়া গিয়েছে। বারবার জানানোর পরেও গ্রাহকদের উপেক্ষা করছিল ডিস্ট্রিবিউটর। অবশেষে এক গ্যাস ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে হানা দিল জেলা কনজিউমার প্রটেকশন কাউন্সিল নামে একটি বিশেষ দল।
advertisement
2/5
জেলা ক্রেতা সুরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ডিস্ট্রিবিউটের বিরুদ্ধে গত অক্টোবর মাস থেকে নিয়মিত অভিযোগ জমা পরছিল। গ্রাহকরা অভিযোগে বলছিলেন, গ্যাস ভর্তি সিলিন্ডার কেনার পর সামান্য কিছুদিন চলার পরই তা শেষ হয়ে যাচ্ছিল। এদিকে সিলিন্ডারের ভেতরে তরল কিছু রয়েছে বোঝা যাচ্ছিল। পরীক্ষা করে দেখা যায় সিলিন্ডার জলে ভর্তি। এরপর ডিস্ট্রিবিউটরের কাছে সিলিন্ডার বদলে দেওয়ায় আবেদন দিয়েছেন বহু গ্রাহক। কিন্ত গত অক্টোবর থেকে এযাবৎ বহু অভিযোগকারী গ্রাহকের সিলিন্ডার বদলে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরেই নড়েচড়ে বসল জেলা প্রশাসন।
advertisement
3/5
জেলা ক্রেতা সুরক্ষা দফতরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজিৎ রাহা জানান, গ্যাসের বদলে সিলিন্ডারে জল রয়েছে বলে একাধিক অভিযোগ পেয়েছেন তাঁরা। এখনও অভিযোগকারী অধিকাংশ গ্রাহককে সিলিন্ডার বদলে দেওয়া হয়নি। কয়েকজন পেয়েছেন তাও ১৫-২০ দিন পর। সিলিন্ডারে জল রয়েছে, এমন ঘটনা সামনে এলে তা সঙ্গে সঙ্গে বদলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটা বন্ধ করতে রিফিলিং কোম্পানির সঙ্গে কথা বলতে বলা হয়েছে ডিস্ট্রিবিউটরকে।
advertisement
4/5
ক্রেতা সুরক্ষা দফতর, পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ফুড সেফটি বিভাগ এবং লিগ্যাল মেট্রোলজি দফতরের কর্তাদের নিয়ে যৌথ দল তৈরি করা হয়। অবশেষে সেই দল হানা দেয় শহরের ওই ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে।এদিন অভিযান চালাতেই আপাতত দুইজন উপভোক্তাকে জল ভর্তি সেই গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে নতুন সিলিন্ডার দিয়ে দেওয়া হয়। কিন্তু কেন সিলিন্ডারের মধ্যে জল? তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
5/5
যদিও বা গ্যাস অফিসের দাবি, বাইরে থেকেই এমন সিলিন্ডার আসছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ক্রেতা সুরক্ষা দফতর। দ্রুত প্রতিটি অভিযোগকারী গ্রাহকের সিলিন্ডার বদল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সতর্ক করা হয় কর্তৃপক্ষকে। তা মানা না হলে বড় পদক্ষেপ গ্রহণ করা হবে। Input- Susmita Goswami
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
LPG Cylinder Weight Mystery: সিলিন্ডার ওজন করতে গিয়ে তো থ! ভিতরে ভরা গ্যাস নয়, এ কী কাণ্ড
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল