Love Affair With Bangladeshi Boy: ফোন কানে সবসময়, বাংলাদেশীর প্রেমে দেশ ছেড়ে এবার নিরাপত্তাবাহিনীর হেফজতে ভারতীয় তরুণী, তারপর যা হল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Love Affair With Bangladeshi Boy: প্রেমের টানে বাংলাদেশে পাড়ি যুবতীর! শেষে যা হল শুনলে চমকে যাবেন
advertisement
1/6

মালদহ: প্রেমের টানে প্রতিবেশী দেশ বাংলাদেশে পাড়ি মালদহের যুবতীর। সামাজিক মাধ্যমে কথোপকথন তারপরই ভালবাসার টানে ওপার বাংলায় ঝাঁপ মালদহের যুবতী। এরপর মাঝপথেই হাত ছেড়ে পালাল প্রেমিক। মালদহের বামনগোলা থানা এলাকার এই যুবতীর এমন কর্মকাণ্ড হার মানাবে সব প্রেম কাহিনীকে। মাঝপথে আটকে গিয়ে সেখান থেকে পরিবারকে ফোন করে সাহায্যের আর্জি যুবতীর। Photo- Representative (Meta AI)
advertisement
2/6
মালদহের জেলার ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে ধরা পড়ে ওই যুবতী। তার সঙ্গেই ছিল বাংলাদেশি এক যুবক। এরপরই ওই যুবতীকে গ্রেফতার করে বাংলাদেশের সপাহার থানার পুলিশ বলে জানা গেছে।
advertisement
3/6
যদিও এই ঘটনায় মালদহের বামনগোলা থানায় একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে যুবতীর পরিবারের তরফে। যুবতীর মা জানান, "মেয়েটি কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। বাড়িতে এমনি বসে থাকত। অনেকটা সময় মোবাইল ব্যবহার করত। মোবাইলে দীর্ঘ সময় কথোপকথন চলত তার। কার সঙ্গে কথা বলত তা জানা নেই। Photo- Representative
advertisement
4/6
তবে মেয়েটি বাংলাদেশ থেকে ফোন করে। যুবতী তার মাকে ফোনে জানায় যে, "মা আমাকে উদ্ধার কর। আমি বিপদে আছি। আমার কোন ডকুমেন্ট নিয়ে এসে আমাকে উদ্ধার কর। অথবা বাংলাদেশে কোন আত্মীয় থাকলে তার সঙ্গে যোগাযোগ করে আমাকে উদ্ধার কর।" Photo- Representative
advertisement
5/6
যুবতীর মা আরও বলেন, "ভালবাসার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে পাচার করা হচ্ছিল। ছেলেটি যদি সত্যি ভালবাসত তাহলে মাঝপথে মেয়েটিকে ছেড়ে চলে যেত না৷" যুবতীর বাবা বলেন, "ভিন রাজ্যে কাজ করি। প্রায় এক বছর পর বাড়ি ফিরেছি। বাড়ি ঘর ভাল করব এবং পরিবারকে দেখব বলে এতদিন পর বাড়ি ফিরেছিলাম। এসে শুনছি মেয়েটি নিখোঁজ হয়েছে। কি করব বুঝে উঠতে পারছি না। থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিএসএফ কো জানানো হয়েছে। মেয়েটিকে ফেরত চাই বলে কান্নায় ভেঙে পড়ে জানান যুবতীর বাবা।"
advertisement
6/6
+৯১ আপনার ফোন নম্বরের গ্লোবাল পাসপোর্টের মতো কাজ করে। এটি নিশ্চিত করে যে কলটি সঠিকভাবে ভারতের টেলিকম নেটওয়ার্কে পৌঁছাচ্ছে এবং এরপর যথাযথ জায়গায় রাউট হচ্ছে।