Lok Sabha Election 2024: ভোট প্রচারে বেরিয়ে যা করলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী? দেখে অবাক সকলে
- Reported by:Sarthak Pandit
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Lok Sabha Election 2024: ভোট প্রচারের খামতি রাখছেন না বিজেপির আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা। নাগরাকাটা নিউ ডুয়ার্স চা বাগানে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানে চা শ্রমিকদের সঙ্গে কথা বলার পর, তাঁদের সঙ্গে চা পাতা তোলেন তিনি।
advertisement
1/6

লোকসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কিছুটা সময় বাকি। ভোট প্রচারের কোনও খামতি ছাড়ছেন না ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা।
advertisement
2/6
শেষ মুহূর্তের ভোট প্রচারের প্রার্থী মনোজ টিগ্গা ঘুরছেন তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। ভোট প্রচারে তিনি বাদ রাখছেন না তাঁর এলাকার বিভিন্ন চা বাগান গুলিকে।
advertisement
3/6
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের নাগরাকাটা নিউ ডুয়ার্স চা বাগানেও প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তিনি ভোট প্রচার করে কথা বলেন চা শ্রমিকদের সঙ্গে।
advertisement
4/6
শুধুই কথা বলা ও ভোট প্রচার করা নয়। চা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের দুঃখ দুর্দশার কথাও শোনেন তিনি। এছাড়া আগামীদিনে তাঁদের উন্নয়নের কথাও জানান তিনি।
advertisement
5/6
এরপর তাঁদের সঙ্গে চা বাগানে বেশকিছুক্ষণ সময় কাটান তিনি। চা শ্রমিকদের সঙ্গে চা পাতা তুলে তাঁদের কাজে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।
advertisement
6/6
এরপর তিনি যান চা ফ্যাক্টরির মধ্যে। সেখানেও তিনি কথা বলেন আরও বেশ কিছু শ্রমিকদের সঙ্গে। এবং ভোটে জিতলে তাঁদের জন্য উন্নয়নের কাজ করার কথাও জানান।