TRENDING:

কুয়ো থেকে তর্জন-গর্জন! ভিতরে ওটা কী? উঁকি মারতেই আত্মারাম খাঁচা সকলের! তারপর যা হল...

Last Updated:
Leopard Rescue in Jalpaiguri: এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, শ্রমিক মহল্লার শতাধিক মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন
advertisement
1/5
কুয়ো থেকে তর্জন-গর্জন! ভিতরে ওটা কী? উঁকি মারতেই আত্মারাম খাঁচা সকলের! তারপর যা হল...
<strong>জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ</strong> চা বাগানের কুয়োয় ওটা কী? বোঝামাত্রই মেরুদণ্ড দিয়ে যেন বয়ে গেল শীতল স্রোত! টন্ডু লাইনে চাঞ্চল্য। হঠাৎ কুয়োয় লেপার্ড! মাটিয়ালী ব্লকের ইনডং চা বাগানের টন্ডু লাইন আজ সকালেই থমকে যায়। শ্রমিক শুকনাথ গোয়ালার বাড়ির কুয়োর মধ্যে আচমকাই পড়ে যায় পূর্ণবয়স্ক লেপার্ড। প্রথমে বাড়ির লোকজনই কুয়োর ভিতরে তাঁকে ছোটাছুটি করতে দেখেন। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দেখা যায় আতঙ্ক ও কৌতূহল।
advertisement
2/5
লেপার্ডের উপস্থিতি টের পেতেই এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শ্রমিক মহল্লার শতাধিক মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। কেউ ভয়ে কাঁপছিলেন, কেউ আবার মোবাইল ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়েন। ভিড় সামলাতে পুলিশ ও বনকর্মীদের নাজেহাল হতে হয়। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
3/5
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের খুনিয়া স্কোয়াড। পাশাপাশি মেটেলি থানার পুলিশও এলাকায় টহল শুরু করে। অভিজ্ঞ বনকর্মীরা কুয়ো ঘিরে ফেলেন যাতে লেপার্ড আর ক্ষতি না করে। সতর্কতার সঙ্গে শুরু হয় উদ্ধারের প্রস্তুতি। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
4/5
বনের কর্মকর্তারা এদিন দড়ি, জাল ও খাঁচা নিয়ে কাজে নামেন। লেপার্ডটিকে শান্ত রাখতে প্রয়োজনে ট্রাঙ্কুলাইজার ব্যবহারের পরিকল্পনা করা হয়। কুয়োয় আটকে থাকা বন্যপ্রাণীকে সুরক্ষিতভাবে তুলে আনার কৌশল নেওয়া হয়। চারপাশে তখনও ভিড়, মানুষের চোখে একরাশ উৎকণ্ঠা আর কৌতূহল। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
5/5
শ্রমিক মহল্লার মানুষ এদিন আতঙ্কিত হলেও বন দফতরের দ্রুত পদক্ষেপে খানিক হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এবারও দ্রুত উদ্ধার সম্ভব হবে বলে আশাবাদী স্থানীয়রা। বন কর্মীদের তরফে জোরকদমে চেষ্টা চলছে। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
কুয়ো থেকে তর্জন-গর্জন! ভিতরে ওটা কী? উঁকি মারতেই আত্মারাম খাঁচা সকলের! তারপর যা হল...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল