Leopard Attack: বাথরুমে ঢুকতেই যুবকের উপর লেপার্ডের ঝাঁপ, বিশ্ববিদ্যালয়ের সামনেও দাপাদাপি, সাতসকালে হাড়হিম কাণ্ড! ভয়ে কাঁটা শিবমন্দির এলাকার বাসিন্দারা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
পাহাড় লাগোয়া এলাকায় ফের লেপার্ড আতঙ্ক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। লেপার্ডের হামলায় গুরুতর জখম হলেন এক যুবক।
advertisement
1/5

পাহাড় লাগোয়া এলাকায় ফের লেপার্ড আতঙ্ক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। লেপার্ডের হামলায় গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ অভিষেক প্রসাদ নামের এক যুবক ভাড়াবাড়ির বাথরুমে ঢোকার সঙ্গে সঙ্গেই লেপার্ডটি ঝাঁপিয়ে পড়ে। আচমকা আক্রমণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত তৈরি হয়।
advertisement
3/5
আহত যুবককে দ্রুত উদ্ধার করে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা গুরুতর হলেও আপাতত স্থিতিশীল। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।
advertisement
4/5
ঘটনার পর থেকেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্থানীয় শিবমন্দির এলাকার বাসিন্দারা আতঙ্কিত। সকাল থেকে অনেকেই বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।
advertisement
5/5
ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মী ও মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। লেপার্ডের গতিবিধি নজরে রাখতে এলাকায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। পাশাপাশি মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)