Landslides in Darjeeling: ধস বিধ্বস্ত পাহাড়ে কিছুটা স্বস্তি, চালু বেশ কিছু রাস্তা! জানুন কী অবস্থা দার্জিলিং ও সিকিমের...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Landslides in Darjeeling: পাহাড়ের বিরাট অংশজুড়ে বিপর্যস্ত জনজীবন, আটকে পড়েছেন বহু পর্যটক। তবে, আশার খবর হল, তিস্তার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। (তথ্য: পার্থপ্রতীম সরকার)
advertisement
1/5

#শিলিগুড়ি: প্রবল সংকটের মধ্যে উত্তরবঙ্গ। রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বড় অংশে। পাহাড়ের বিরাট অংশজুড়ে বিপর্যস্ত জনজীবন, আটকে পড়েছেন বহু পর্যটক। তবে, আশার খবর হল, তিস্তার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।
advertisement
2/5
নদীর জলস্তর কমায় তিস্তার দু পার থেকেই উঠে গেল লাল সংকেত। কেবলমাত্র তিস্তার অসংরক্ষিত এলাকা দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় জারি থাকল হলুদ সংকেত। বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিট লাল সংকেত তুলে নেয় সেচ দফতর। সন্ধ্যা ছ'টায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান কমে দাড়ালো ২৬৪০. ৯৬ কিউসেক।
advertisement
3/5
যে সমস্ত রাস্তা ধসের কারণে বন্ধ হয়ে পড়েছিল, তার মধ্যে দার্জিলিং ও সুখিয়াপোখরি সংযোগকারী রাস্তা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল থেকে ধসের জেরে বন্ধ ছিল এই রাস্তা।
advertisement
4/5
পুলবাজার ও দার্জিলিংয়ের সংযোগকারী গোকে রোডও স্বাভাবিক অবস্থায় ফিরেছে। বিজনবাড়ি ও ঘুমের মধ্যে সংযোগকারী রাস্তাতেও ধস সরানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পূর্ত দফতর। যান চলাচলও স্বাভাবিক হয়েছে ওই রাস্তায়।
advertisement
5/5
এদিকে, দার্জিলিং ও সিংলাবাজার রাস্তাও যান চলাচলের স্বাভাবিক হয়েছে। এটি দার্জিলিংয়ের সঙ্গে সিকিমের সংযোগের অন্যতম রাস্তা। অবশেষে আংশিক স্বাভাবিক বাংলা-সিকিম লাইফ লাইন চালু হয়েছে! কিছুটা স্বস্তি দিয়ে কালিঝোরা ও রম্ভির মাঝে ধস সরানোর কাজে গতি এসেছে! একমুখী যান চলাচল শুরু হয়েছে! যে কারণে জাতীয় সড়কে ব্যপক যানজটের সৃষ্টি হয়েছে! বৃহস্পতিবার সকাল থেকে ফের ধস সরানোর কাজ শুরু করবে পূর্ত দফতর।