Landslide near NH 10: পুজোয় সিকিম নাকি দার্জিলিং, ফের হুড়মুড়িয়ে নামল ধস, পাহাড়ের সঙ্গে সমতলের যোগাযোগ বিচ্ছিন্ন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Landslide near NH 10: আবারও ১০ নম্বর জাতীয় সড়কে ধস, পর্যটকদের সিকিম যেতে হচ্ছে ঘুরপথে
advertisement
1/5

জলপাইগুড়ি: আবারও পাহাড়ের লাইফ লাইন সিকিম শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ! সেতিঝোড়ায় রাস্তা ধসের কারণে বন্ধ ১০ নং জাতীয় সড়ক।
advertisement
2/5
পুজোতে পাহাড়ে ঘুরতে যাবেন একটু আলাদা মজা, তার মধ্যে যদি হয় সিকিম তাহলে তার কথাই নেই বরফের দেশের এক কথায়! একটু সাবধান হয়ে যাবেন দশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যখন তখন নেমে যাচ্ছে ধস ।
advertisement
3/5
সেই কারণেই মাঝেমধ্যেই যাতায়াতে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যায় পড়ছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার মানুষদের।
advertisement
4/5
সেতিঝোড়ায় রাস্তা ধস পরে ১০ নং জাতীয় সড়ক সমস্ত ধরণের যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রমণকারীদের বিলম্ব এড়াতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প পথ খোঁজার পরামর্শ দেওয়া হয়।
advertisement
5/5
প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে এই পূর্ত দফতর আধিকারিক সহ পুলিশ প্রশাসনের তরফ থেকে ঘুর পদে যানবাহন চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। লাভা রাস্তায় দিয়ে সমস্ত যানবাহনকে নিয়ে যাওয়া হচ্ছে সিকিম। Input- Surajit Dey