TRENDING:

Kalimpong News: হঠাত্‍ হুড়মুড়িয়ে ধস রাস্তায়! অল্পের জন‍্য বাঁচল একাধিক প্রাণ, সেবকে মারাত্মক দুর্ঘটনা

Last Updated:
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তাগুলিতে ধস নামার আশঙ্কা রয়েছে। তাই সমস্ত পর্যটক ও নিত্যযাত্রীদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
1/5
হঠাত্‍ হুড়মুড়িয়ে ধস রাস্তায়! অল্পের জন‍্য বাঁচল একাধিক প্রাণ, সেবকে মারাত্মক দুর্ঘটনা
ফের ধস সেবকে! অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীবোঝাই গাড়ির যাত্রীদের। আজ সকাল ৯টা নাগাদ সেবক আউটপোস্টের কাছাকাছি বাঘপুল এলাকায় ধসের কবলে পড়ে একটি যাত্রীবাহী গাড়ি।
advertisement
2/5
গাড়িটি শিলিগুড়ি থেকে যাচ্ছিল কালিম্পংয়ের দিকে। আচমকা ধস নেমে আসে পাহাড়ি রাস্তার ওপর। তবে সৌভাগ্যবশত, বড় বিপদ থেকে রক্ষা পান গাড়িতে থাকা যাত্রীরা।
advertisement
3/5
ঠিক কি ঘটেছিল? প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের সম্ভাবনা টের পেয়েই চালক গাড়ি থামিয়ে দেন। যাত্রীরাও তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে যান। কয়েক মিনিটের মধ্যেই মাটির বিশাল চাঙড়, পাথর ও কাদা গাড়ির উপর এসে পড়ে। ফলে গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যাত্রীরা সবাই অক্ষত থাকায় বড় দুর্ঘটনা এড়ানো যায়।
advertisement
4/5
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় সেবক ফাঁড়ির পুলিশ। শুরু হয়েছে ধস সরানোর কাজ। বিপর্যয় মোকাবিলা দফতরের একটি দলও পৌঁছে যায় কিছুক্ষণের মধ্যে।
advertisement
5/5
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তাগুলিতে ধস নামার আশঙ্কা রয়েছে। তাই সমস্ত পর্যটক ও নিত্যযাত্রীদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের জীবনের ঝুঁকি না হলেও, এই ঘটনা নতুন করে পাহাড়ি রাস্তায় যাতায়াতের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। যারা প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করেন, তাঁদের মধ্যে উদ্বেগ বেড়েছে। সেবক থেকে কালিম্পংয়ের রাস্তাটি আপাতত ধসমুক্ত না হওয়া পর্যন্ত আংশিকভাবে বন্ধ রাখা হতে পারে বলে সূত্রের খবর।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Kalimpong News: হঠাত্‍ হুড়মুড়িয়ে ধস রাস্তায়! অল্পের জন‍্য বাঁচল একাধিক প্রাণ, সেবকে মারাত্মক দুর্ঘটনা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল