TRENDING:

La Nina Effect and Winter: এখনও বুঝছেন না, আর ফাঁকা তোপ নয় লা নিনার প্রভাব শুরু,উত্তর থেকে দক্ষিণ আলাদা আলাদাভাবে কাঁপবে

Last Updated:
La Nina Effect and Winter: লা নিনার প্রভাব? উত্তরে জাঁকিয়ে পড়বে শীত! কী বলছেন বিশেষজ্ঞরা
advertisement
1/9
ফাঁকা তোপ নয় লা নিনার প্রভাব শুরু,উত্তরে ঠান্ডার মেগা কামড়, দক্ষিণে সাইক্লোন
La Nina -র নাম তো অনেক দিন ধরেই শুনছেন, এবার সত্যিই ইতিমধ্যেই প্রভাব দেখাতে শুরু করে দিল এই আতঙ্ক৷  ভারত এই বছর একটি অস্বাভাবিক ঠান্ডা শীতের জন্য প্রস্তুত হচ্ছে, ভারতের আবহাওয়া বিভাগ (IMD) লা নিনা -র আগাম পূর্বাভাস দিয়েছে। Photo- Representative
advertisement
2/9
লা নিনা, এল নিনো-সাউদার্ন অসিলেশন (ENSO) চক্রের একটি পর্যায়, পূর্ব প্রশান্ত মহাসাগরে সমুদ্র পৃষ্ঠের গড় তাপমাত্রার চেয়ে শীতল হয়ে গেলে এই লা নিনা তৈরি হয়৷  এই ঘটনাটি ঘটে যখন মহাসাগরের উপর প্রবাহিত ট্রেড উইন্ড তীব্র হয়- এর ফলে হট ওয়েভকে পশ্চিম দিকে ঠেলে দেয় এবং দক্ষিণ আমেরিকার উপকূলে শীতল জলকে উপরে উঠতে দেয়।
advertisement
3/9
এই পরিবর্তন বিশ্বব্যাপী বায়ুমণ্ডলীয় সঞ্চালনকে ব্যাপকভাবে প্রভাবিত করে- ভারতে, লা নিনা নিয়ে আসবে ঠাণ্ডা এবং বৃষ্টি যুক্ত  শীতকাল৷ এই লা নিনার প্রভাবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরের মতো উত্তর রাজ্যগুলি বিশেষ করে অতি তীব্র শীতের পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, যার ফলে দীর্ঘস্থায়ী ঠান্ডা, ভারী তুষারপাত, এবং হিমশীতল আবহাওয়া দৈনন্দিন জীবনকে খারাপভাবে ব্যাহত করতে পারে।
advertisement
4/9
এদিকে যে  লা নিনা উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রবল ঠান্ডা আনবে সেই লা নিনার প্রভাবেই  উত্তর পূর্ব মৌসুমী বায়ুকে তীব্র করে দেব (অক্টোবর-ডিসেম্বর), যার ফলে তামিলনাড়ু, কেরল এবং অন্ধ্রপ্রদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে৷
advertisement
5/9
বাড়বে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কার্যকলাপ - উদাহরণস্বরূপ, তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ফেনজল এই লা নিনার প্রভাবেই তৈরি হচ্ছে৷
advertisement
6/9
লা নিনার প্রভাবে এ বছর উত্তরবঙ্গে শীত কতটা কাঁপাবে ? অন্যান্য বারের তুলনায় এ বছর উত্তরবঙ্গে শীতের আগমন দেরি হলেও ঠান্ডা গত দু' তিন দিন ধরে ভালোই টের পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলা জুড়ে। এবছর শীতের আমেজ কেমন থাকবে। কি বলছে বিশেষজ্ঞরা জেনে নেওয়া যাক ।
advertisement
7/9
বিশেষজ্ঞ জাতিস্মর ভারতী জানান, আবহাওয়া নিয়ন্ত্রণ করে সাগর, সেই সাগরের পাল্টেছে চরিত্র, তাই লা নিনার প্রভাবে বাড়বে শীতের কামড়। তবে এর কতটা প্রভাব উত্তরের শীতের মরশুমে পরবে সেটি পরিমাপ করে বলা না গেলেও যেহেতু আবহাওয়ার অন্যতম নিয়ন্ত্রক সমুদ্র। বিশ্ব উষ্ণায়নের জেরে সেই সমুদের চরিত্র অনেকটাই বদলেছে। যে কারনে নিম্নচাপ সৃষ্টি থেকে বাড়ছে সামুদ্রিক ঝড়ের সংখ্যা।
advertisement
8/9
আবহাওয়ার পরিবর্তন হচ্ছে উত্তরের এই অঞ্চলেও। সৃষ্টি হয়েছে মিনি টর্নেডো যার ধ্বংসলীলা দেখা গিয়েছে ময়নাগুড়ির বার্নিশ গ্রামে। এছাড়াও জঙ্গল ধ্বংস, অবৈজ্ঞানিকভাবে গাছ কেটে নগরায়ন প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত করছে।
advertisement
9/9
লা নিনার সঙ্গে প্রকৃতির ওপরে প্রভাব পড়ছে যাবতীয় এসব কারণেও। কাজেই, লা নিনার প্রভাবে আশা করা যায় এবারও শীতের কামড় অনুভূত হবে উত্তরের জলপাইগুড়ি সহ অন্যান্য জেলা গুলিতেও। Input- Surajit Dey
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
La Nina Effect and Winter: এখনও বুঝছেন না, আর ফাঁকা তোপ নয় লা নিনার প্রভাব শুরু,উত্তর থেকে দক্ষিণ আলাদা আলাদাভাবে কাঁপবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল