Elephant to get Prize: বন্যায় তাঁদের সাহায্য মনে আছে সবার! পুরস্কৃত করা হবে জলদাপাড়া এবং গরুমারার কুনকি হাতিদের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
বন্যা কবলিত এলাকা থেকে পর্যটকদের উদ্ধার করায় তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য। এবারে তাদের পুরস্কার দেবে বন দফতর। এরা মানুষ নয় এরা গরুমারা এবং জলদাপাড়া জঙ্গলের কুনকি হাতি। তারা সরকারি কর্মচারী।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে: বন্যা কবলিত এলাকা থেকে পর্যটকদের উদ্ধার করায় তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য। এবারে তাদের পুরস্কার দেবে বন দফতর। এরা মানুষ নয় এরা গরুমারা এবং জলদাপাড়া জঙ্গলের কুনকি হাতি। তারা সরকারি কর্মচারী।
advertisement
2/5
মীনাক্ষী, বলরাম, শম্ভু সহ রয়েছে আরও কুনকি হাতিরা।যারা জলদাপাড়া ও গরুমারা জঙ্গলের নক্ষত্র। পর্যটকরা জঙ্গল বেড়াতে এলে তাদের দেখতে চান।শুধু পর্যটকদের মনোরঞ্জন নয়, যে কোনও দুর্যোগে ঝাঁপিয়ে পরে এই কুনকি হাতিরা।
advertisement
3/5
গত ৫ অক্টোবর প্রাকৃতিক দুর্যোগে যারা জঙ্গলে আটকে পড়েছিলেন তাঁদের উদ্ধার করতে ডাক পড়েছিল এই কুনকি হাতিদের। পর্যটক সহ বাসিন্দাদের উদ্ধার করা এবং তাঁদের জঙ্গলের বাইরে বের করে দিয়েছিল এই কুনকি হাতিরা।
advertisement
4/5
তবে এরা তো হাতি। মানুষ তো আর নয়, তাই এদের পুরস্কার হবে অন্য রকমের। উত্তরীয়, সার্টিফিকেট দেওয়া হবে না তাঁদের।বন দফতরের তরফে জানা গিয়েছে তাঁদের সার্ভিস বুকে এই পরিষেবার কথা উল্লেখ থাকবে যাতে অবসরের পর তারা কিছু সুবিধা পায়।
advertisement
5/5
মীনাক্ষী এবং শম্ভু দক্ষ কুনকি হাতি। ২০১০ সালে ঝাড়খণ্ডের এক জঙ্গল থেকে পুরুলিয়া ও বাঁকুড়ায় ঢুকে গিয়েছিল একপাল হাতি। দক্ষতার সঙ্গে সেই হাতে গুলিকে জঙ্গলমুখী করেছিল শম্ভু এবং মীনাক্ষী। মীনাক্ষী শম্ভু ছাড়াও বন দফতর পুরস্কৃত করতে চলেছে বলরাম, ডায়না,জয়, সুন্দরমণি, লক্ষণ,দেবাঙ্গী, মেনকা ও নার্জুন্ডাকে।